× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড সৃষ্টি করা রুশ মহাকাশচারী ভ্যালেরির মৃত্যু

প্রবা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৮:০১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৭ পিএম

এক অভিযানে ৪৩৭ দিন মহাকাশে অবস্থান করেন রুশ নভোচারী ভ্যালেরি ভ্লাদিমিরোভিচ পলিয়াকভ

এক অভিযানে ৪৩৭ দিন মহাকাশে অবস্থান করেন রুশ নভোচারী ভ্যালেরি ভ্লাদিমিরোভিচ পলিয়াকভ

মহাকাশে দীর্ঘতম অভিযানের রেকর্ডধারী রুশ নভোচারী ভ্যালেরি ভ্লাদিমিরোভিচ পলিয়াকভ মারা গেছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) ৮০ বছর বয়সে তার মৃত্যু হয় বলে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে--১৯৪২ সালের ২৭ এপ্রিল জন্ম নেওয়া পলিয়াকভ টানা ৪৩৭ দিন মির মহাকাশ স্টেশনে অবস্থান করেন। ১৯৯৪ সালের ৮ জানুয়ারি থেকে ১৯৯৫ সালের ২২ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক এ অভিযানের সময় মহাকাশ স্টেশনটি পৃথিবীকে ৭ হাজারের বেশিবার প্রদক্ষিণ করছিল।

দীর্ঘ সময়ের জন্য মঙ্গলগ্রহে অভিযানে গেলে নভোচারীদের মানসিক স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়ে কী না--সেটা যাচাইয়ের উদ্দেশ্যে তিনি এ পরীক্ষায় অংশ নেন।

পৃথিবীতে ফিরে আসার পর ডাক্তারি পরীক্ষায় জানা যায়, ১৪ মাসের এ অভিযান শেষে পলিয়াকভের কোনো শারীরিক বা মানসিক ক্ষতি হয়নি।

রসকসমস জানায়, পলিয়াকভ তার কর্মজীবনে দুটি মহাকাশ অভিযান পরিচালনা করেন। এর অংশ হিসেবে তিনি ৬৭৮ দিন ও ১৬ ঘণ্টা মহাকাশে অবস্থান করেন।

রসকসমসের বিবৃতিতে পলিয়াকভকে সোভিয়েত ইউনিয়নের বীর ও বৈমানিক-নভোচারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত বার্তায় রসকসমস আরও জানায়, পলিয়াকভের গবেষণায় প্রমাণ হয়েছে যে, মানবদেহ পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে গভীর মহাকাশে অভিযানের ধকল সামলাতে সক্ষম। 

 এতে ভ্যালেরি ভ্লাদিমিরোভিচের বন্ধু ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানানো হয়। 

মস্কোর দক্ষিণের শহর তুলায় জন্ম নেওয়া পলিয়াকভ শুরুতে ডাক্তারি পাস করলেও পরবর্তীতে বৈমানিক ও নভোচারী হিসেবে ক্যারিয়ার তৈরি করেন।

১৯৮৮ সালে তিনি প্রথমবার ৮ মাসব্যাপী একটি মহাকাশ অভিযানে অংশ নেন।

মির মহাকাশ স্টেশনের যাত্রা শুরু ১৯৮৬ সালে। শুরুতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীতে রাশিয়া এ স্টেশনের দায়িত্ব নেয়।

মতপার্থক্য থাকা সত্ত্বেও স্নায়ুযুদ্ধের আমলে এই ১৩৫ মেট্রিক টন ওজনের মহাকাশ স্টেশনটি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যৌথ পরিচালনায় চালিত হতো।

তহবিলের অভাবে ২০০১ সালে মিরকে কক্ষপথ থেকে বিচ্যুত করা হয় এবং এটি পৃথিবীর জলবায়ুতে প্রবেশ করিয়ে ধ্বংস করা হয়।

প্রবা/এইচকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা