× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অষ্টমবারের মতো বাবা হচ্ছেন বরিস জনসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৩:৩৮ পিএম

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : এনডিটিভি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি : এনডিটিভি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন শুক্রবার (১৯ মে) ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘তিনি গর্ভবতী। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শিশুটি পৃথিবীতে আসবে।’

একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘তিনি তার দুই সন্তানের সঙ্গে হাত ধরে হাঁটার একটি ছবি শেয়ার করেছেন।’

তিনি লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যেই এই দলের নতুন সদস্য আসছেন। আমি 8 মাস ধরে বেশ ক্লান্তবোধ করছি। কিন্তু আমরা এই ছোট্টটির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না। উইলফ আবার বড় ভাই হওয়ার জন্য উচ্ছ্বসিত এবং এটা নিয়ে ননস্টপ বকবক করছে। ও শিগগিরই আসবে!’

ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৩৫ বছর বয়সি মিস জনসন একজন ব্রিটিশ মিডিয়া পরামর্শদাতা এবং কনজারভেটিভ পার্টির মিডিয়া কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ‘ওশেনার’ নামের একটি সমুদ্র সংরক্ষণ দাতব্য সংস্থার সিনিয়র উপদেষ্টাও।

২০২১ সালের মে মাসে বিয়ে করা এই দম্পতির ইতিমধ্যেই দুটি সন্তান রয়েছে। এরা হলো তিন বছর বয়সি উইলফ ও দুই বছরের রোমি। 

উইলফের জন্ম ২০২০ সালের এপ্রিলে, রোমি ২০২১ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। এটি জনসনের তৃতীয় বিয়ে।

অনাগত সন্তানটি হবে জনসনের অষ্টম সন্তান। কারণ তার আগের স্ত্রী মেরিনা হুইলারের ঘরে চার সন্তান রয়েছে। 

বিবিসি জানিয়েছে, আর্ট কনসালট্যান্ট হেলেন ম্যাকিনটায়ারের সঙ্গে সম্পর্কের কারণে তার আরও একটি সন্তান রয়েছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে সঠিক সংখ্যা নিশ্চিত করেননি। 

তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোন সন্তান ছিল না।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা