× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১২:২২ পিএম

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। ছবি : পিটিআই

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। ছবি : পিটিআই

দ্বিতীয় মেয়াদে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নেবেন সিদ্দারামাইয়া। 

একই দিনে কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে।

কংগ্রেস প্রধান এম মল্লিকার্জুন খাড়গে ওই শপথ অনুষ্ঠানে বেশ কয়েকটি সমমনা দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। 

খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের একাধিক মুখ্যমন্ত্রী এবং নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শারদ পাওয়ার, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন।

রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে স্থানীয় সময় সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন।

২০১৩ সালে শ্রী সিদ্দারামাইয়া প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শপথ নিয়েছিলেন এখানেই।

কংগ্রেস লেজিসলেচার পার্টির (সিএলপি) একটি সভার পরে আনুষ্ঠানিকভাবে সিদ্দারামাইয়াকে নেতা এবং মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

সিদ্দারামাইয়া যে প্রথম কঠিন কাজটির মুখোমুখি হবেন তা হলো সঠিক সমন্বয় করে একটি মন্ত্রিসভা গঠন করা, যা সব সম্প্রদায়, অঞ্চল, উপদল, পুরোনো এবং নতুন প্রজন্মের বিধায়কদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ভারসাম্য বজায় রাখবে।

বিষয়টি কঠিন বলা হচ্ছে কারণ কর্ণাটক মন্ত্রিসভার সংখ্যা ৩৪ হলেও মন্ত্রী পদের জন্য অনেক বেশি প্রার্থী রয়েছেন৷

উপমুখ্যমন্ত্রী মনোনীত শিবকুমার শনিবার বলেছেন, ‘জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা আমাদের কাছে প্রথম অগ্রাধিকার।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা