× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিশের নিচে ত্রিশে ৭ বাংলাদেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ০৯:৪৩ এএম

(বাঁ থেকে) সারাবন তহুরা ও আনোয়ার সাইফ, জাহ্নবী রহমান, তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত রহমান, আজিজ আরমান, দীপ্ত সাহা। ছবি : ফোর্বস

(বাঁ থেকে) সারাবন তহুরা ও আনোয়ার সাইফ, জাহ্নবী রহমান, তাসফিয়া তাসবিন ও রুবাইয়াত রহমান, আজিজ আরমান, দীপ্ত সাহা। ছবি : ফোর্বস

ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে ২০২৩ সালের এশিয়া অঞ্চলের উদীয়মান তরুণের তালিকায় স্থান করে নিয়েছেন সাত বাংলাদেশি। ভোক্তা প্রযুক্তি; মিডিয়া, বিপণন ও বিজ্ঞাপন; এবং সামাজিক প্রভাব- এই তিন খাতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকীটির তালিকায় জায়গা করে নিলেন তারা। 

২০১১ সাল থেকে ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে বিশ্বের সেরা উদীয়মান তরুণের তালিকা প্রকাশ করে আসছে সাময়িকীটি। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে এ পর্যন্ত ৩২ জন বাংলাদেশি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় ফোর্বসের বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।

ভোক্তা প্রযুক্তিতে জায়গা করে নিয়েছেন আজিজ রহমান ও দীপ্ত সাহা। মিডিয়া, বিপণন ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন। সামাজিক প্রভাব ক্যাটাগরিতে জাহ্নবী রহমান, আনোয়ার সাইফ ও সারাবন তহুরা এ সম্মাননা অর্জন করেছেন।

আজিজ আরমান, প্রতিষ্ঠাতা, যাত্রী

আজিজ আরমান বাংলাদেশের গণপরিবহন খাতে অবদান রেখেছেন। গত বছর তার প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে ঢাকা বাস মালিক সমিতি ৫ হাজার ৬৫০টি বাসে ই-টিকিটিং সেবা চালু করে।

রুবাইয়াত রহমান ও তাসফিয়া তাসবিন, প্রতিষ্ঠাতা, মার্কোপোলোডটএআই

মার্কোপোলো একটি স্টার্টআপ প্রতিষ্ঠান, যেটি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সেবা দিয়ে থাকে।

জাহ্নবী রহমান, সহপ্রতিষ্ঠাতা, রিলাক্সি

রিলাক্সি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মানসিক চিকিৎসা পৌঁছনোর ক্ষেত্রে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করছে।

দীপ্ত সাহা, সহপ্রতিষ্ঠাতা, অ্যাগ্রোশিফট টেকনোলজিস

অ্যাগ্রোশিফট টেকনোলজিস কৃষকের কাছ থেকে সরাসরি গ্রাহকের কাছে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। এর মাধ্যমে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য পাওনা পেয়ে থাকেন।

আনোয়ার সাইফ ও সারাবন তহুরা, প্রতিষ্ঠাতা, টার্টেল ভেনচার স্টুডিও

সারাবন তহুরা ও আনোয়ার সাইফের প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান বাংলাদেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা, পরামর্শ, বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং কৌশলগত সহায়তা প্রদান করে থাকে।

২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র ৯ জন বাংলাদেশি ফোর্বসের সম্মানজনক ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় জায়গা করে নিয়েছিলেন। পরে ২০২১ সালেই ৯ জন বাংলাদেশি তরুণ উঠে যান ফোর্বসের পাতায়। এরপর ২০২২ সালের তালিকায় স্থান হয়েছে আরও সাত বাংলাদেশির। এবারও গতবারের মতো স্থান করে নিলেন আরও সাতজন। 

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রথম প্রকাশিত হয় ১০৫ বছর আগে ১৯১৭ সালে। বর্তমানে বছরে ম্যাগাজিনটির আটটি সংখ্যা প্রকাশিত হয়। এক সময় শুধু বাণিজ্য সংশ্লিষ্ট প্রবন্ধ প্রকাশ করা হলেও বর্তমানে ম্যাগাজিনটিতে প্রযুক্তি, বিজ্ঞান, রাজনীতি, যোগাযোগ ও আইন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রবন্ধ প্রকাশিত হয়। 

প্রতি সংখ্যায় এশিয়ার জন্য একটা আলাদা সংস্করণ প্রকাশ করে ফোর্বস। তা ছাড়া বিশ্বের ২৭টি দেশ ও অঞ্চল থেকেও আলাদা আলাদা লাইসেন্সে ম্যাগাজিনটা প্রকাশিত হয়। সূত্র : ফোর্বস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা