× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে ত্রাণ নিয়ে পৌঁছেছে ভারতের তিনটি জাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১১:৪৭ এএম

মিয়ানমারের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা করার আগে ভারতের নৌবাহিনীর কর্মকর্তাদের ব্রিফ করা হচ্ছে। ছবি : সংগৃহীত

মিয়ানমারের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা করার আগে ভারতের নৌবাহিনীর কর্মকর্তাদের ব্রিফ করা হচ্ছে। ছবি : সংগৃহীত

ভারতের নৌবাহিনীর তিনটি জাহাজ ত্রাণসামগ্রী নিয়ে বৃহস্পতিবার ইয়াঙ্গুনে পৌঁছেছে। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার পর ভারতই প্রথম দেশ হিসেবে প্রতিবেশী দেশটিতে ত্রাণসহায়তা পৌঁছাল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৮ মে) এক ‍টুইটে লেখেন, ঘূর্ণিঝড় মোখা-আক্রান্ত মিয়ানমারের জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ‘অপারেশন করুণা’ নামের এ ত্রাণ কার্যক্রমে ভারতের নৌবাহিনীর তিনটি জাহাজ অংশ নিয়েছে। জাহাজ তিনটি ইতোমধ্যে ইয়াঙ্গুনে পৌঁছেছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আরেকটি জাহাজ ত্রাণ নিয়ে আগামীকাল (শুক্রবার, ১৯ মে) মিয়ানমারে পৌঁছাবে। মিয়ানমারে আমরা ত্রাণ হিসেবে খাদ্য, তাঁবু, প্রয়োজনীয় ওষুধ, পানির পাম্প, বহনযোগ্য জেনারেটর, কাপড়, স্যানিটারি ও স্বাস্থ্যবিধি আইটেম ইত্যাদি পাঠিয়েছি।

সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমারে অন্তত ৮১ জন নিহত ও প্রায় ৮০০ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে। ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। অন্যদিকে আলজাজিরায় নিহতের সংখ্যা কয়েকশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা