× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপারাজ্জিদের ধাওয়ার মুখে হ্যারি ও মেগান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ২২:২১ পিএম

পাপারাজ্জিদের ধাওয়ার মুখে হ্যারি ও মেগান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার পাপারাজ্জিদের ধাওয়ার মুখে পড়েছিলেন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। সে সময় মেগান মার্কেলের মা ডোরিয়া র‌্যাগল্যান্ডও তাদের সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন। প্রিন্স হ্যারির এক মুখপাত্র বুধবার (১৭ মে) নিশ্চিত করেছেন খবরটি।   

বিবিসি, রয়টার্স, সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এরই মধ্যে খবরটি প্রকাশ করেছে। গোটা ঘটনাটি সবাইকে মনে করিয়ে দিয়েছে প্রিন্সেস ডায়ানার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। ১৯৯৭ সালে পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান হ্যারির মা ডায়ানা।

যুক্তরাজ্যের রাজকীয় সব দায়িত্ব ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন হ্যারি। মঙ্গলবার রাতে অংশ নেন এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। সেখান থেকে ফেরার পথে পড়েন পাপারাজ্জিদের কবলে। 

এক বিবৃতিতে প্রিন্স হ্যারির মুখপাত্র বলেন, ‘প্রিন্স হ্যারি ও তার পরিবারকে বহনকারী ট্যাক্সিকে প্রায় দুই ঘণ্টা টানা ধাওয়া করেছে পাপারাজ্জি চক্রের গাড়িগুলো। ধাওয়ার সময় বেশ কয়েকবার ভয়াবহ সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটি থেকে অল্পের জন্য রক্ষা পান তারা।’

বিবৃতিতে হ্যারির মুখপাত্র আরও জানান, ধাওয়ার ঘটনার সময় পথচারী ও দুইজন পুলিশ সদস্যকে প্রায় চাপা দেওয়ার উপক্রম হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদন বলছে, মিস ফাউন্ডেশন ফর উইমেনের একটি অনুষ্ঠানে মেগান মার্কেলকে তার কাজের জন্য সম্মাননা দেওয়া হয়েছে। সেখান থেকে বের হয়ে আসার সময় এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রিন্স হ্যারি, মেগান মার্কেল এবং ডোরিয়া র‌্যাগল্যান্ড ট্যাক্সিতে বসে আছেন।

প্রসঙ্গত মায়ের মৃত্যুর ঘটনা এবং নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার জন্য সবসময়ই প্রেসকে দায়ী করে এসেছেন হ্যারি। নিজের বিতৃষ্ণা কখনও লুকোনোরও চেষ্টা করেননি তিনি। সূত্র: বিবিসি. রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা