× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন কামি রিতা শেরপা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৪:১৫ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৪:২৫ পিএম

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা। ছবি : রয়টার্স

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা। ছবি : রয়টার্স

নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা ২৭ বার মাউন্ট এভারেস্ট জয় করার রেকর্ড গড়েছেন।

২৭তম অভিযানে তিনি বুধবার (১৭ মে) বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন।

তার অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা এএফপিকে বলেন, ‘একজন ভিয়েতনামি পর্বতারোহীকে পথ দেখিয়ে আজ সকালে তিনি সফলভাবে চূড়ায় পৌঁছেছেন।’

২০১৮ সাল থেকে ৫৩ বছর বয়সি কামি রিতা শেরপা এ খেতাবটি ধরে রেখেছিলেন। তখন তিনি ২২তম বারের মতো এভারেস্টে আরোহণ করেছিলেন।

রবিবার আরেক পর্বতারোহী ৪৬ বছর বয়সি পাসাং দাওয়া শেরপা ২৬তম বারের মতো এভারেস্ট শীর্ষে পৌঁছানোর রেকর্ড করেছেন।

বুধবার কামি রিতা শেরপা ২৭তম রেকর্ড করেন।

কামি রিতা শেরপা দুই দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে একজন গাইড হিসেবে কাজ করছেন।

কামি রিতা শেরপা একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় ১৯৯৪ সালে প্রথম এভারেস্ট চূড়ায় আরোহণ করেন।

তার পর থেকে তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেছেন।

কামি রিতা শেরপা গত মাসে বেস ক্যাম্পে যাওয়ার সময় এএফপিকে বলেছিলেন, ‘রেকর্ড তৈরি করার উদ্দেশ্যে নয়, বরং গাইড হিসেবে কাজ করতে গিয়ে এভারেস্ট আরোহণের এ রেকর্ডগুলো  হয়েছে।’

‘এভারেস্টম্যান’ নামে পরিচিত কামি রিতা শেরপা ১৯৭০ সালে হিমালয়ের থামে নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন, যা সফল পর্বতারোহীদের জন্য একটি বিচরণক্ষেত্র হিসেবে বিখ্যাত।

২০১৯ সালে তিনি ছয় দিনের ব্যবধানে দুবার এভারেস্ট চূড়ায় পৌঁছেছিলেন।

প্রসঙ্গত, বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটির অবস্থানই নেপালে। প্রতি বসন্তে শত শত অভিযাত্রীকে স্বাগত জানায় এ পর্বতশৃঙ্গ।

এ সময় তাপমাত্রা উষ্ণ ও বাতাস সাধারণত শান্ত থাকে।

নেপাল কর্তৃপক্ষ এ বছর বিদেশি পর্বতারোহীদের জন্য ৪৭৮টি পারমিট জারি করেছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা