× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে যুক্তরাষ্ট্রের নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১২:৩৭ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৩:২২ পিএম

সংগৃহীত প্রতীকী ছবি

সংগৃহীত প্রতীকী ছবি

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের ৭৮ বছর বয়সি এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীন। সোমবার (১৫ মে) দেশটির আদালতের এক বিবৃতিতে এ খবর জানা গেছে।

পূর্বাঞ্চলীয় শহর সুঝোতে অন্তর্বর্তী পিপলস কোর্টের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এবং হংকংয়ের স্থায়ী বাসিন্দা জন শিং-ওয়ান লেউং গুপ্তচরবৃত্তির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ছাড়া তিনি আজীবন রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২১ সালের এপ্রিলে ৭৮ বছর বয়সি লিউংয়ের বিরুদ্ধে সুঝো কর্তৃপক্ষ আইন অনুযায়ী বাধ্যতামূলক ব্যবস্থা নেয়।

তবে বিবৃতিতে লিউংকে কখন হেফাজতে নেওয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি।

এ ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

গত এপ্রিলে চীন তার গুপ্তচরবৃত্তিবিরোধী আইনের একটি সংশোধন অনুমোদন করেছে।

ওই সংশোধনে গুপ্তচরবৃত্তির সংজ্ঞাকে প্রশস্ত করে এবং জাতীয় নিরাপত্তা হিসেবে সংজ্ঞায়িত করা সম্পর্কিত যেকোনো তথ্য স্থানান্তর নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।

একই মাসে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এক বিশিষ্ট চীনা সাংবাদিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করে।

এক জাপানি কূটনীতিকের সঙ্গে মধ্যাহ্নভোজ করার সময় তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে একটি মিডিয়া অধিকার গ্রুপ।

কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কূটনীতিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওই সময় জানিয়েছিল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিয়োডো নিউজ অনুসারে, গত ফেব্রুয়ারিতে এক জাপানিকে চীনে গুপ্তচরবৃত্তির জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বিদেশিদের আটকের বেশ কয়েকটি হাই প্রোফাইল ঘটনা গত কয়েক বছরে চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে।

২০১৯ সালে চীনা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক ইয়াং জুনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

২০১৮ সালে হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝোকে কানাডায় গ্রেপ্তারের কয়েকদিন পর চীন দুই কানাডিয়ানকে আটক করে। এরা হলেন সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগ ও ব্যবসায়ী মাইকেল স্পাভোর।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা