× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এগিয়ে কংগ্রেস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১১:৪৩ এএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৫:২৬ পিএম

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে উৎসাহী ভোটারের একাংশ। ছবি : সংগৃহীত

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে উৎসাহী ভোটারের একাংশ। ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ১০ মে।

২২৪ আসনের এ বিধানসভায় ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রায় সব বুথফেরত সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রেখেছিল।

শনিবার (১৩ মে) এ রাজ্যে ভোট গণনা শুরু হয়েছে।

এখন পর্যন্ত হায়দরাবাদ-কর্ণাটকে অনেকটাই এগিয়ে কংগ্রেস। এ অঞ্চলে কংগ্রেস এগিয়ে ২৩টি আসনে।

১১টি আসনে এগিয়ে বিজেপি। এ অঞ্চলে জেডিএসও খাতা খুলতে পারে।

মধ্য কর্ণাটকেও এগিয়ে কংগ্রেস। এ অঞ্চলে ৭টি আসনে বিজেপি এগিয়ে। ১১টিতে কংগ্রেস।

উত্তর কর্ণাটকে বিজেপি পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে ৩২টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে মাত্র ১৭টি আসনে।

উপকূলীয় কর্ণাটকে এগিয়ে বিজেপি। এ অঞ্চলে ১৪টি আসনে এগিয়ে বিজেপি। ৫টিতে কংগ্রেস। 

প্রসঙ্গত, এ অঞ্চল থেকেই সূচনা হয়েছিল হিজাব বিতর্কের।

কর্ণাটকে সার্বিকভাবে পিছিয়ে পড়লেও বেঙ্গালুরু এলাকায় এগিয়ে বিজেপি।

এ অঞ্চলের ১৯টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। ৮টিতে এগিয়ে কংগ্রেস। জেডিএস এগিয়ে মাত্র ১টি আসনে।

দক্ষিণ কর্ণাটক বা মাইসোর এলাকায় বিজেপি সেভাবে ছাপ ফেলতে পারেনি। এ অঞ্চলে মাত্র ৪টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেস এ অঞ্চলে এগিয়ে ৩২টি আসনে।

এদিকে দক্ষিণ কর্ণাটক জেডিএসের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে জেডিএস সেখানে ভোট হারিয়েছে। তারা মাত্র ২১টি আসনে এগিয়ে এ অঞ্চলে।

এখন পর্যন্ত কর্ণাটকে কংগ্রেস পেয়েছে প্রায় ৪৩ শতাংশ ভোট। বিজপির ঝুলিতে গেছে ৩৬.৫ শতাংশ ভোট।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, কংগ্রেস এগিয়ে ১১০ আসনে। ২৩টিতে এগিয়ে জেডিএস।

এদিকে কংগ্রেস নেতা তথা সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে যথীন্দ্র সিদ্দারামাইয়া শনিবার বলেন, ‘কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কর্ণাটকে সরকার গঠন করবে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা নিজেরাই সরকার গঠন করব।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা