× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ মে ইতিহাসে আরেকটি কালো দিন : বিলাওয়াল ভুট্টো-জারদারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৩:৩০ পিএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বৃহস্পতিবার (১১ মে) বলেছেন, ‘৯ মে দেশের ইতিহাসে আরেকটি কালো দিন।’

প্রসঙ্গত, ওই দিন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বিলাওয়াল সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এবং প্রাদেশিক তথ্যমন্ত্রী শারজিল মেমনের পাশে বসে বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে বেশ কিছুদিন কালো দিন হিসেবে চিহ্নিত এবং সেখানে এখন ৯ মে যুক্ত হলো।’

বিলাওয়াল বলেন, ‘আমরা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কখনই কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলে তার উদযাপন করি না। কারণ আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হলে রাজনীতির ব্যাপক ক্ষতি হয়।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে পিপিপি কখনও উদযাপন বা মিষ্টি বিতরণ করেনি।’

তিনি বলেন, তার দল সর্বদাই ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) বিরুদ্ধে ছিল। যেখানে পিটিআই সর্বদা দুর্নীতিবিরোধী সংস্থাকে রক্ষা করেছে এবং এটি থেকে উপকৃত হয়েছে।

তিনি বলেন, ‘খান সাহেব এনএবিকে বাঁচাতে একটি প্রচারণা শুরু করেছিলেন। আমরা সংশোধনের দাবি করলে তিনি বলেছিলেন, আমরা এনআরও চাইছি এবং প্রস্তাবিত সংশোধনের বিষয়ে একমত নই।’

এদিকে খানকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার পাকিস্তানে সহিংস বিক্ষোভ শুরু হয় এবং বেশ কয়েকটি শহরে কয়েক ডজন ব্যক্তি আহত হন। বিক্ষোভকারীরা সামরিক ভবনেও হামলা চালান।

বৃহস্পতিবারও প্রধান শহরগুলোর রাস্তায় আধাসামরিক বাহিনী ও পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

এদিকে মোবাইল পরিষেবা স্থগিত রাখার পাশাপাশি পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে।

ইসলামাবাদ পুলিশ বৃহস্পতিবার বলেছে, সেনারা রাজধানী শহরে পৌঁছেছে।

আল কাদির ট্রাস্ট মামলায় খানকে গ্রেফতার করার পর থেকে বিক্ষোভকারীরা সামরিক ভবনে হামলা চালিয়েছেন। তারা লাহোরে একজন শীর্ষ সেনা জেনারেলের বাসভবন ভাঙচুর করেছেন এবং অন্যান্য স্থানে রাষ্ট্রীয় ভবন ও সম্পদে আগুন দিয়েছেন।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা