× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বিবাহবিচ্ছেদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১৩:১০ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৬:০৫ পিএম

ফিনল্যান্ডের বিদায়ি প্রধানমন্ত্রী সানা মেরিন ও তার স্বামী মার্কাস রাইকোনেন। ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের বিদায়ি প্রধানমন্ত্রী সানা মেরিন ও তার স্বামী মার্কাস রাইকোনেন। ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের বিদায়ি প্রধানমন্ত্রী সানা মারিন তার স্বামী মার্কাস রাইকোনেনের সঙ্গে যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

তারা উভয়েই বুধবার ইনস্টাগ্রামে এ খবর নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পৃথক ইনস্টাগ্রামে তারা লিখেছেন, ‘আমরা ১৯ বছর একসঙ্গে রয়েছি এবং আমাদের প্রিয় কন্যার জন্য আমরা একে অন্যের প্রতি কৃতজ্ঞ। আমরা সেরা বন্ধু থাকব।’

প্রসঙ্গত, মারিন ও রাইকোনেন সম্প্রতি যৌথভাবে একটি পুঁজি লগ্নিকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তাদের একটি পাঁচ বছর বয়সি কন্যাসন্তান রয়েছে।

তারা ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে মারিন তখন কোভিড মহামারির প্রভাব মোকাবিলায় কাজ করছিলেন।

মারিন ২০২০ সালের আগস্টে রাইকোনেনের সঙ্গে বিয়ের পরে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা আমাদের যৌবন একসঙ্গে কাটিয়েছি এবং একসঙ্গে যৌবনে প্রবেশ করেছি এবং একসঙ্গে আমাদের প্রিয় মেয়ের বাবা-মা হয়েছি।’

মারিন এবং তার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি গত মাসে ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে পরাজিত হয়।

৩৭ বছর বয়সি মারিন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

বিশ্বজুড়ে প্রগতিশীল নতুন নেতাদের জন্য সহস্রাব্দের রোল মডেল হিসেবেও বিবেচিত হন তিনি। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা