× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহবাজ শরিফের বাসভবনে পেট্রোলবোমা হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ১১ মে ২০২৩ ১৪:৩০ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোরের বাসভবনে বুধবার (১০ মে) পেট্রোলবোমা হামলা চালিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা।

লাহোর পুলিশ জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৫ শতাধিক সমর্থক বুধবার ভোরে প্রধানমন্ত্রীর ‘মডেল টাউন লাহোর’ নামের বাসভবনে পেট্রোলবোমা হামলা চালান এবং সেখানে পার্ক করা গাড়িতে আগুন ধরিয়ে দেন।

একজন সিনিয়র পুলিশ অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘তারা প্রধানমন্ত্রীর বাড়ির ভেতরেও পেট্রোলবোমা ছুড়েছে।’

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পিটিআই সমর্থকরা হামলার সময় প্রধানমন্ত্রীর বাড়িতে শুধু নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন। সেখানে একটি পুলিশ পোস্টেও আগুন ধরিয়ে দেন ইমরানের উত্তেজিত সমর্থকরা।’

তিনি আরও বলেন, ‘পুলিশের একটি বড় দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা চলে যায়।’

প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর আগে ইমরানের সমর্থকরা মডেল টাউনে ক্ষমতাসীন পিএমএল-এন সচিবালয়েও হামলা চালান।

পুলিশ জানিয়েছে, ‘বিক্ষোভকারীরা পাঞ্জাবে মঙ্গলবার ও বুধবার ১৪টি সরকারি ভবন এবং ২১টি পুলিশ গাড়িতে আগুন দিয়েছে।’

ভূমি হস্তান্তর দুর্নীতি মামলায় ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা মামলায় পিটিআই-প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বুধবার লাহোর ও পাঞ্জাবের অন্য কয়েকটি শহরের পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ।

ইমরান খানের সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষে পাকিস্তানজুড়ে কমপক্ষে আটজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশাপাশি পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খখলা রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা