× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডার এমপিকে ভয় দেখানোর অভিযোগে চীনা রাষ্ট্রদূতকে তলব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৬:৪৫ পিএম

কানাডার বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্য মাইকেল চং এমপি। ছবি : আল জাজিরা

কানাডার বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্য মাইকেল চং এমপি। ছবি : আল জাজিরা

কানাডার একজন সংসদ সদস্য (এমপি) এবং তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউকে তলব করা হয়েছে। 

রাজনীতিতে চীনা হস্তক্ষেপের অভিযোগ মোকাবিলার জন্য চাপের মুখে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, তিনি তার ডেপুটিকে কংকে তলবের নির্দেশ দিয়েছেন। 

জোলি বলেছেন, ‘আমরা তাকে সরাসরি জানিয়ে দিতে চাই যে, আমরা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করব না।’

তিনি আরও বলেন, ‘কূটনীতিক বহিষ্কারসহ সমস্ত বিকল্প চিন্তা আমাদের মাথায় রয়েছে। কারণ, যা হয়েছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ 

গত বৃহস্পতিবার (৪ মে) সংসদীয় কমিটির শুনানিতে ওই সাংসদকে জোলি বলেন, ‘আপনার প্রিয়জনদের এভাবে টার্গেট করা হয়েছে জেনে আমি যে ধাক্কা খেয়েছি কল্পনাও করা যায় না।’

কানাডার গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গত সোমবার গ্লোব অ্যান্ড মেইল পত্রিকা রিপোর্ট করেছে যে, এক কানাডিয়ান এমপির একজন আত্মীয় সম্পর্কে তথ্য চেয়েছিল চীন। ওই আত্মীয়ের ক্ষতিসাধনের মাধ্যমে ওই সাংসদ এবং অন্যদেরকে চীনবিরোধী অবস্থান নেওয়া থেকে বিরত রাখতে ভয় দেখাতে চেয়েছিল বেইজিং।

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস) প্রতিবেদনে ওই আইন প্রণেতার নাম উল্লেখ করা হয়নি। 

তবে গ্লোব বলেছে যে, একটি জাতীয় নিরাপত্তা সূত্র এই রাজনীতিবিদকে কানাডার বিরোধী দল কনজারভেটিভ পার্টির সদস্য মাইকেল চং এমপি হিসেবে চিহ্নিত করেছে।

কিন্তু, এই সপ্তাহে কানাডার অভিযোগগুলো প্রত্যাখ্যান করে টরন্টোতে চীনের কনস্যুলেট-জেনারেলের এক মুখপাত্র দাবিগুলোর প্রতি ‘তীব্র অসন্তোষ এবং দৃঢ় বিরোধিতা’ প্রকাশ করে মিডিয়া এবং রাজনীতিবিদদের ‘গুজব ছড়ানো এবং অপমান করা বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

ওই মুখপাত্র বলেছেন, কানাডিয়ান মিডিয়া এবং রাজনীতিবিদরা ‘ইচ্ছাকৃতভাবে কনস্যুলেটের সুনাম এবং ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছেন’ এবং ‘দুই পক্ষের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ও সহযোগিতায় দূষিতভাবে হস্তক্ষেপ করছেন।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত বৃহস্পতিবার (৪ মে) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘চীন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। আমরা কখনই কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না এবং এতে আমাদের কোনো আগ্রহ নেই। একই সময়ে আমরা আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষায় এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং চীনের স্বার্থের ক্ষতি করে এমন কর্মের বিরোধিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা