× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্বিয়ায় ফের বন্দুক হামলায় নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১১:৪৯ এএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১১:৫৬ এএম

বন্দুকধারীকে ধরতে চেকপয়েন্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে বেলগ্রেড পুলিশ। ছবি : সংগৃহীত

বন্দুকধারীকে ধরতে চেকপয়েন্ট স্থাপন করে তল্লাশি চালাচ্ছে বেলগ্রেড পুলিশ। ছবি : সংগৃহীত

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে চলন্ত গাড়িতে থাকা এক বন্দুকধারী পথচারীদের ওপর গুলি চালালে অন্তত ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

বেলগ্রেডের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে স্লাদেনোভাক শহরের কাছে বৃহস্পতিবার (৪ মে) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস।

আরটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২১ বছর এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে। পুলিশ পলাতক হামলাকারীকে এখনও আটক করতে পারেনি। তবে তাকে ধরতে অভিযান চালাচ্ছে। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক এই গুলির ঘটনাকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন।

পুলিশের বিশেষ বাহিনী, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন দেশটি এখনও বেলগ্রেডের স্কুলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের শোক কাটিয়ে উঠতে পারেনি।

এক  কিশোর বুধবার নিজের স্কুলেই বাবার বন্দুক নিয়ে হামলা চালালে স্কুলের নিরাপত্তারক্ষী, শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী বেলগ্রেডের পুলিশ সেই শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু এ ঘটনায় দেশটির সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছিল।

 

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা