× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৪:০৯ পিএম

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এক ফিলিস্তিনি নারীর প্রতিক্রিয়া। ছবি : আল জাজিরা

বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এক ফিলিস্তিনি নারীর প্রতিক্রিয়া। ছবি : আল জাজিরা

ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসে একটি অভিযানের সময় কমপক্ষে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং চারজনকে আহত করেছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বৃহস্পতিবার (৪ মে) নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘শহীদদের মধ্যে দুজনের মুখ আগুনে পুড়ে সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। যে কারণে তাদের সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’

ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা পরিষেবা এক বিবৃতিতে বলেছে যে নিহতদের মধ্যে দুজন গত ৭ এপ্রিল জেরিকোর উত্তরে গুলি চালানোর নেপথ্যে ছিলেন।

নাবলুসের ওল্ড সিটিতে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, ইসরায়েলি অভিযানের সময় চারজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং কমপক্ষে ১৫০ জন স্কুলছাত্রীসহ টিয়ার গ্যাস হামলার শিকার হয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ডাক দিয়েছে।

২০২৩ সালে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীরা কমপক্ষে ১১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইমরায়েল, তাদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে।

এর মধ্যে ৪৪ বছর বয়সি ফিলিস্তিনি বন্দী শেখ খাদের আদনানও রয়েছেন, যিনি তার বারবার নির্বিচারে আটকের বিরুদ্ধে অনশনের ৮৭ তম দিনে গত মঙ্গলবার মারা যান।

আদনানের মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি করে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের উপর রকেট হামলা চালায়।

জবাবে গত মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৫৮ বছর বয়সি হাসেল মুবারক নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা