× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোকাকোলার ক্যান চুরির দায়ে ৬ সপ্তাহের কারাদণ্ড

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৩ পিএম

কোকাকোলার ক্যান।

কোকাকোলার ক্যান।

কোকাকোলার তিনটি ক্যান চুরির দায়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

বার্তা সংস্থা ইয়োন জানিয়েছে, একটি স্থানীয় আবাসন এলাকার পাশের মিনিমার্ট থেকে জেসবিন্দর সিং (৬১) নামে ওই ব্যক্তি ভারতীয় ১৭০ রুপি মূল্যের ক্যান তিনটি চুরি করেন।

এরপর চুরির দায়ে মঙ্গলবার আদালতে তোলা হলে তাকে ছয় সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সিঙ্গাপুরের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে জেসবিন্দর সিং ওরফে দিলবারা সিং নামের ওই ব্যক্তি চুরির অভিযোগ স্বীকার করেন।

অভিযুক্ত জেসবিন্দর সিং আদালতকে বলেন, গত ২৬ আগস্ট বুকিত মেরাহ পাবলিক হাউজিং এস্টেট সংলগ্ন একটি মিনিমার্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সে সময় মিনিমার্টের সামনে এসে থমকে যান তিনি।

তিনি দেখতে পান মিনিমার্টের একটি ফ্রিজের দরজা খোলা। এরপর ফ্রিজের দরজা খুলে কোকাকোলার তিনটি ক্যান বের করে নেন তিনি এবং ক্যানের টাকা না দিয়েই সেখান থেকে বাড়ি চলে যান ।

ঘটনার দিন সকালে দোকানের মালিক দোকান খোলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিষয়টি প্রথম নজরে আসে দোকানির স্ত্রীর। দেখতে পান ফ্রিজের দরজা সামান্য ফাঁক হয়ে আছে। আর সেখান থেকে তিনটি কোকাকোলার ক্যান উধাও।

পরে অভিযুক্তকে ধরতে ওই দম্পতি দোকানের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখেন। ফ্রিজ থেকে সিঙ্গাপুরের দুই ডলার মূল্যের তিনটি কোকাকোলার ক্যান চুরি করে নিয়ে যেতে দেখা যায় ভারতীয় বংশোদ্ভুত ওই ব্যক্তিকে।

এরপর, দোকান থেকে কোকাকোলার ক্যান চুরি যাওয়ার ঘটনা ওই দম্পতি পুলিশকে জানায়। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। অভিযুক্তকে শনাক্ত করার পর ওই দিনই জেসবিন্দর সিংকে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ।

এর আগে পুলিশ ভারতীয় বংশোদ্ভুত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায়। অভিযুক্তের ফ্রিজ থেকে কোকাকোলার দুটি ক্যান উদ্ধার করে। তবে, পানীয়ের একটি ক্যান জেসবিন্দর খেয়েছিলেন বলে কোর্টে জানিয়েছেন তার সরকারি আইনজীবী।

উদ্ধার করা ক্যান মিনিমার্টের মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা