× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিনল্যান্ড গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৬:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২১ ডিসেম্বর। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২১ ডিসেম্বর। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক দিনের সফরে ফিনল্যান্ড গেছেন। দেশটির রাজধানী হেলসিঙ্কিতে বুধবার (৩ মে) একটি দিনব্যাপী সম্মেলনে অংশ নেবেন তিনি।

জানা গেছে, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, সহায়তাসহ ইত্যাদি নিয়ে আলোচনা করতেই সম্মেলনটির আয়োজন করা হয়েছে। সম্মেলন শেষে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর-স্টোর, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডোতির সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। 

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সুইডেন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেনে হামলা শুরু করেছে। হামলার সার্বিক দিক নিয়ে আলোচনা করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। চলতি যুদ্ধে ইউক্রেনকে নর্ডিক অঞ্চলের দেশগুলো সর্বাত্মকভাবে সহায়তা করছে। সম্মেলনে আমাদের সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হবে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সম্পর্ক কেমন হবে, তা নিয়েও আমরা আলোচনা করব। 

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত খেরসনে অন্তত তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ইউক্রেন শিগগিরই বড় ধরনের পাল্টা হামলা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সম্প্রতি উভয় পক্ষ বিক্ষিপ্ত হামলা জোরদার করেছে। গত কয়েক দিনে রাশিয়ার অভ্যন্তরে বেশ কিছু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া মধ্য ইউক্রেন থেকে শুরু করে ইউক্রেনের আরও কিছু জায়গায় ড্রোন হামলা চালিয়েছে। 

এই পরিস্থিতিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউক্রেনের পাল্টা হামলা বিলম্বিত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। 

সূত্র : আল-জাজিরা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা