× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ উদযাপনে হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি মুসলিম মেয়রকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৭:২৭ পিএম

নিউ জার্সির মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ। ছবি : সংগৃহীত

নিউ জার্সির মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে ঈদের অনুষ্ঠানে যোগ দিতে নিউ জার্সির মুসলিম মেয়রকে বাধা দেওয়া হয়েছে।

মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ জানান, তিনি ঈদুল ফিতর উদযাপনের জন্য হোয়াইট হাউসে পৌঁছানোর কিছুক্ষণ আগে একটি কল পেয়েছিলেন। 

ওই ফোন কলে তিনি জানতে পারেন যে, সিক্রেট সার্ভিস তাকে হোয়াইট হাউসে প্রবেশের জন্য ছাড়পত্র দেয়নি এবং তিনি ঈদ উদযাপনে যোগ দিতে পারবেন না। 

তিনি বলেন, হোয়াইট হাউসের কর্মকর্তা ব্যাখ্যা করেননি কেন সিক্রেট সার্ভিস তার প্রবেশ বাতিল করেছে। 

৪৭ বছর বয়সি খায়রুল্লাহ আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সি শাখাকে বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে।

আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিল খায়রুল্লাহকে জানিয়েছে, তার নাম এবং জন্ম তারিখসহ এফবিআইয়ের একটি ডেটা সেটে ছিল।

খায়রুল্লাহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার একজন স্পষ্ট সমালোচক ছিলেন, যা বেশ কয়েকটি প্রধান মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত করেছিল। 

তিনি সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি এবং ওয়াতান ফাউন্ডেশনের সঙ্গে মানবিক কাজ করার জন্য বাংলাদেশ ও সিরিয়া ভ্রমণ করেছিলেন।

খায়রুল্লাহ নিউ জার্সিতে বাড়ি যাওয়ার সময় একটি টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘এটি আমাকে বিস্মিত, হতবাক ও হতাশ করেছিল ।’ 

তিনি বলেন, ‘এটা কোনো বিষয় নয় যে, আমি পার্টিতে যেতে পারিনি। একটি তালিকার কারণে আমাকে টার্গেট করা হয়েছে। আমি মনে করি না যে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়কে এই ধরনের তথ্য দিয়ে বিভ্রান্ত করা উচিত।’

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি নিশ্চিত করেছেন যে, খায়রুল্লাহকে হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কেন দেওয়া হয়নি তা বলতে অস্বীকৃতি জানান তিনি।

একটি বিবৃতিতে গুগলিয়েলমি বলেন, ‘যদিও আমরা এ কারণে কোনো অসুবিধার জন্য দুঃখিত, তবে মেয়রকে আজ সন্ধ্যায় হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দুর্ভাগ্যবশত, আমরা হোয়াইট হাউসে আমাদের নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক উপায় এবং পদ্ধতি সম্পর্কে বেশি কথা বলতে সক্ষম নই।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা