× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৫:১৮ পিএম

ধূলিঝড়ে ওই মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয় যে, সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। ছবি : এবিসি নিউজ

ধূলিঝড়ে ওই মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয় যে, সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। ছবি : এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রে গত সোমবার (১ মে) সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। 

ওই মহাসড়কে ধূলিঝড়ের কারণে চালকরা সামনে দেখার ক্ষেত্রে সমস্যায় পড়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে বলে জানা গেছে। 

গত সোমবারও ধূলিঝড়ের সময় প্রায় ১০০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইলিয়ন রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রবল বাতাসের কারণে মহাসড়কটি ধূলিকণায় ছেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ৩০ বাণিজ্যিক যানবাহনসহ ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।’

বিবৃতিতে আরো বলা হয়, সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনার সময় দুটি ট্রাকে আগুনও ধরে যায়। ওই মহাসড়কটি শিকাগো এবং সেন্ট লুইসের মতো শহরগুলোকে সংযুক্ত করেছে।

পুলিশ জানায়, এসব দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই ধূলিঝড়ে ওই মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয় যে, সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের ইউটাহতে একই ধরনের ঝড়ের কারণে দুর্ঘটনায় আটজন প্রাণ হারায়। তখন ওই ঝড়ে ২২টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল।

সূত্র : এবিসি নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা