× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের কারাগারে অনশনরত খাদের আদনান মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৪:১৩ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৪:১৪ পিএম

ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদের আদনান। ছবি : আল জাজিরা

ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদের আদনান। ছবি : আল জাজিরা

ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদের আদনান মঙ্গলবার (২ মে) মারা গেছেন। 

ইসরায়েলের কারা কর্মকর্তারা তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত খাদের আদনান প্রায় তিন মাস অনশনের পর মারা গেছেন।

ইসরায়েলের কারাগার পরিষেবা দপ্তর জানিয়েছেন, আদনান চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করাতে এবং চিকিৎসাসেবা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং মঙ্গলবার ভোরে তার কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।’ 

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার পরপরই আদনান অনশন শুরু করেন।

এদিকে ইসরায়েলি মানবাধিকার গ্রুপ হ্যামোকডের মতে, ইসরায়েল বর্তমানে সহস্রাধিক ফিলিস্তিনি বন্দীকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রেখেছে। 

গাজার ডব্লিউএইডি প্রিজনার্স অ্যাসোসিয়েশন আদনানের মৃত্যুর খবরে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ‘খাদের আদনানকে ঠান্ডা মাথায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের কাছে আররাবা শহরের ৪৪ বছর বয়সি আদনান ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি অনুসারে বিনা অভিযোগে তার আটকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ৮৭ দিন খেতে অস্বীকার করেছিলেন।

ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী এবং প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক মুস্তাফা বারঘৌতি বলেছেন, ‘যা ঘটেছে সেটি একটি অত্যন্ত বিপজ্জনক ঘটনা। ইসরায়েলি সরকার এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এই হত্যাকাণ্ডের জন্য ব্যক্তিগতভাবে দায়ী।’

তিনি আরও বলেন, ‘আমি এটাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করি। কারণ, ইসরায়েল সরকার এবং তার সামরিক আদালত খুব ভালোভাবে জানত যে, একজন ব্যক্তি ৮৭ দিন ধরে অনশনে আছেন, যিনি কোনো ধরনের চিকিৎসা সেবা পাননি, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এবং ঠিক সেটাই ঘটেছে। ইসরায়েল এমন একটি দেশ যা ফ্যাসিবাদ চর্চা করছে এবং মানবাধিকারের অগ্রহণযোগ্য লঙ্ঘনের সঙ্গে জড়িত।’

নয় সন্তানের পিতা আদনান তার জীবনে ১২বার গ্রেপ্তার হয়েছিলেন এবং ইসরায়েলি কারাগারে বেশ কিছু সময় ধরে অনশন কর্মসূচি গ্রহণ করেছিলেন।

আল জাজিরার নিদা ইব্রাহিম, অধিকৃত পশ্চিমতীরের রামাল্লা থেকে জানিয়েছেন, আদনানের পরিবার সতর্ক করে দিয়েছিল যে, ৮০ দিন না খাওয়ার কারণে তার জীবন হুমকির মধ্যে ছিল।

গত সপ্তাহে আদনানের স্ত্রী রান্ডা মুসা এএফপিকে বলেছিলেন, তার স্বামীকে মধ্য ইসরায়েলের রামলা কারাগারের একটি ক্লিনিকে রাখা হয়েছে।

ইসরায়েলের ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস গ্রুপের একজন চিকিৎসক যিনি কারাগারে আদনানের সঙ্গে দেখা করেছিলেন, তিনি সতর্ক করে বলেছিলেন. ‘তিনি আসন্ন মৃত্যুর মুখোমুখি এবং তাকে জরুরী হাসপাতালে স্থানান্তরিত করা দরকার।’

আল জাজিরার ইউমনা এল সায়েদ গাজা সিটি থেকে জানিয়েছেন, গাজা উপত্যকার সমস্ত ফিলিস্তিনি উপদল খাদের আদনানের মৃত্যুতে শোক জানিয়েছে এবং বলেছে, তারা এই ‘জঘন্য অপরাধের’ জন্য ইসরায়েলি দখলদারিত্ব সম্পূর্ণরূপে দায়ী।

দলগুলো গাজা উপত্যকায় একটি সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাকও দিয়েছে।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা