× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মে দিবসে আরও চাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৬:৫৮ পিএম

শ্রমিক দিবসে বিক্ষোভ করছেন ফরাসিরা। ১ মে পূর্ব ফ্রান্সের ন্যান্টেস শহরে। ছবি: সংগৃহীত

শ্রমিক দিবসে বিক্ষোভ করছেন ফরাসিরা। ১ মে পূর্ব ফ্রান্সের ন্যান্টেস শহরে। ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারের অজনপ্রিয় পেনশন বিলের বিরুদ্ধে সোমবার প্রায় ১০ লাখ মানুষ রাস্তায় নেমেছে। তারা অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। 

বামপন্থি শ্রমিক সংগঠন সিজেটি ইউনিয়নের নেতা সোফি বিনেট বলেন, আমাদের চলমান আন্দোলনে মে দিবস একটি মাইলফলকের মতো। পেনশনের বয়স বাড়ানোর যে নতুন আইন করা হয়েছে, তা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মে দিবসে সরকারের প্রতি এটাই আমাদের বার্তা। 

নতুন আইন নিয়ে মতানৈক্য থাকলেও সরকারের সঙ্গে সমঝোতা করতে ইচ্ছুক শ্রমিকদের আরেক সংগঠন সিএফডিটি। রবিবার (৩০ এপ্রিল)

সংগঠনটির নেতা লরেন্ট বার্গার বলেন, সরকার কানে কুলুপ এঁটে আছে। কয়েক দশকের মধ্যে বৃহত্তম এই সামাজিক আন্দোলনের দাবির প্রতি মনোযোগ না দিয়ে সরকারের কোনো গতি নাই। 

রয়টার্স জানায়, প্রথম মেয়াদের শেষের দিকে ২০১৮ সালে শ্রমিকদের ইয়েলো ভেস্ট আন্দোলনের মুখে পড়েন মাখোঁ। বড় ধরনের ওই আন্দোলন প্রথমিকভাবে মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হলেও পরবর্তীতে তাতে আরও বিষয় যুক্ত হয়। 

এ অবস্থায় ২০২২ সালে দ্বিতীয় দফায় টেনেটুনে প্রেসিডেন্ট হওয়ার পর পেনশন বিল নিয়ে নতুন করে চাপে পড়েছেন মাখোঁ। নতুন বিলে অবসরে যাওয়ার বয়স দুই বছর বাড়িয়ে ৬২ থেকে ৬৪  করা হয়েছে। পার্লামেন্টে পর্যাপ্ত আসন না থাকায় প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে আইনটি পাস করা হয়েছে। আগামী বছর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা