× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করবে না : পুতিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:০০ পিএম

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : তাস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : তাস

আইনসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে শুক্রবার (২৮ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করবে না বরং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসারিত করবে।’

তিনি বলেন, ‘আমরা নিজেদের বিচ্ছিন্ন করতে যাচ্ছি না বিপরীতে বাস্তবসম্মত, ন্যায়সঙ্গত, পারস্পরিক সম্পর্ক প্রসারিত করব যা ইউরেশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অংশীদারির চেয়ে বেশি কিছু।’

পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্রে অনেক ব্যক্তি আছেন যারা আমাদের মতো একইভাবে চিন্তা করেন। ইউরোপেও অনুরূপ। এ দেশগুলোর অভিজাত শ্রেণির আচরণ ভিন্ন। তবে আমরা জানি অভিজাতরা সব সময় এমন সব নীতি পরিচালনা থেকে দূরে থাকেন যেগুলো তাদের নিজস্ব জনগণের স্বার্থ রক্ষা করে এবং তাদের উল্টো বিপদে ফেলে।’

তিনি বলেন, রাশিয়া বিদেশি অংশীদার, বৈশ্বিক সংস্থা ও করপোরেশনগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত, যারা তাদের ব্যবসায়িক খ্যাতিকে মূল্য দেয় এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা করতে চায়।

উপস্থিত আইনপ্রণেতারা বিদেশি আইনপ্রণেতাদের সঙ্গে যে একাধিক বৈঠক করবেন তা দেশগুলোর মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করবে বলেও পুতিন আশা প্রকাশ করেন।

সূত্র : তাস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা