× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন যুদ্ধে যোগ দিলেন পুতিনের মুখপাত্রের ছেলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৩:৩৯ পিএম

নিকোলাই পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি’র সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। ছবি : বিবিসি

নিকোলাই পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি’র সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। ছবি : বিবিসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আস্থাভাজন ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ৩৩ বছর বয়সি ছেলে নিকোলাই পেসকভ ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

পেসকভ ইউক্রেনে প্রায় ছয় মাস ধরে ওয়াগনারের সঙ্গে কাজ করেছেন।

এ প্রসঙ্গে নিকোলাই পেসকভ বলেছেন, ‘এটা আমার কর্তব্য ছিল। আমার বন্ধু এবং অন্যদের যুদ্ধে চলে যাওয়া আমি বসে বসে দেখতে পারিনি।’

ওয়াগনারকে রাশিয়ায় একটি ‘বেসরকারি সামরিক কোম্পানি’ বলা হয় এবং ইউক্রেনে যুদ্ধাপরাধসহ অন্যান্য অভিযোগের জন্য এর আন্তর্জাতিক কুখ্যাতি রয়েছে।

যুদ্ধে ব্যাপক লোকসানের পরে গ্রুপটি কারাগার থেকে হাজার হাজার আসামিকে নিয়োগ করেছে।

রাশিয়ান অভিজাতদের একজন হিসাবে পেসকভের যুদ্ধে যোগদানকে বিরল ঘটনা হিসেবেই দেখছেন সবাই। কারণ, অনেকেই সেনাবাহিনীতে যোগদান এড়াতে বিদেশে চলে গেছে।

নিকোলাই পেসকভ নিকোলাই চোলেস নামেও পরিচিত। তিনি সাবলীল ইংরেজিতে কথা বলেন, বেশ কয়েক বছর লন্ডনে কাটিয়েছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি’র সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন।

পেসকভ এবং তার বাবা উভয়ই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন।

ক্রেমলিনপন্থি দৈনিক কমসোমলস্কায়া প্রাভদার সঙ্গে এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, ওয়াগনারে যোগদান করা তার নিজের সিদ্ধান্ত ছিল। তবে কীভাবে এটি করবেন তা তিনি জানতেন না। 

তিনি বলেন, ‘তাই আমাকে আমার বাবার কাছে যেতে হয়েছিল এবং তিনি আমাকে সাহায্য করেছিলেন।’

নিকোলাই পেসকভের দাবি-- নতুন সেনা নিয়োগের বিষয়ের সঙ্গে সঙ্গতি পাওয়া গেছে। 

কারণ, রাশিয়ার রাষ্ট্রীয় বিজ্ঞাপনে পুরুষদের ইউক্রেন সংঘাতে তাদের ‘দেশপ্রেমিক দায়িত্ব’ পালন করার আহ্বান জানানো হয়েছিল।

পুতিনের ঘোষণা করার পর কয়েক হাজার পুরুষ গত সেপ্টেম্বরে সেনাবাহিনীতে ভর্তি হওয়া এড়াতে রাশিয়া থেকে পালিয়ে যায়।

নিকোলাই পেসকভ প্রকাশ করেননি যে, ইউক্রেনে ঠিক কোথায় তিনি কাজ করছেন।

রাশিয়ান মিডিয়ার মন্তব্যে, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন তবে আরও বিশদ বিবরণ দিয়েছেন।

তিনি বলেন, পেসকভের ছেলে তিন সপ্তাহের একটি প্রশিক্ষণ কোর্স করেছে। এরপর, যখন তিনি লুহানস্কের উদ্দেশে রওনা হন, তখন সম্মিলিত আর্টিলারি ব্যাটালিয়ন সম্প্রসারণ করা প্রয়োজন ছিল এবং তাকে উরাগান রকেট লঞ্চার ক্রুতে যোগ দিতে পাঠানো হয়েছিল। তিনি সাহস ও বীরত্ব দেখিয়েছিলেন অন্য সবার মতোই।’

নিকোলাই পেসকভ বলেছেন, তিনি এই বছর সাহসিকতার জন্য একটি পদক পেয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের একটি আকর্ষণীয় যাত্রা ছিল। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা