× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমৃতপালকে কেন আসামে পাঠানো হলো?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১৯:৩৪ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ২১:২৩ পিএম

ভারতের খালিস্তানি নেতা অমৃতপাল সিং। ছবি : সংগৃহীত

ভারতের খালিস্তানি নেতা অমৃতপাল সিং। ছবি : সংগৃহীত

ভারতের খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে অসমের দিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে। বিজেপি শাসিত এক রাজ্যের জেলে কেন অমৃতপালকে রাখার সিদ্ধান্ত নিলো আম আদমি পার্টি শাসিত রাজ্যের প্রশাসন? 

প্রসঙ্গত, গত ১৮ মার্চের পর থেকে পাঞ্জাব পুলিশ অমৃতপালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এই দিব্রুগড় কারাগারে স্থানান্তর করেছে। 

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে গিয়েই এই কাজ করেছে পাঞ্জাব সরকার। 

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে অমৃতপাল তার সংগঠন 'ওয়ারিস পাঞ্জাব দে'র সদস্যদের নিয়ে অজনালা পুলিশ স্টেশনে সশস্ত্র আক্রমণ করেছিল। এরপর থেকেই অমৃতপালকে ধরার ছক কষছিল পাঞ্জাব পুলিশ। 

গোয়েন্দা সূত্রে জানা গেছে, অমৃতপাল নিজের সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। এই অবস্থায় খালিস্তানি কয়েদিদের নিরাপত্তার জন্য অন্য রাজ্যেই তাদের রাখার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব পুলিশ। 

জানা গেছে, পাঞ্জাব সরকার প্রথমে অমৃতপাল ও তার সহযোগীদের দিল্লির তিহাড় জেলে রাখার পরিকল্পনা করেছিল। তবে তিহাড় জেলে পাঞ্জাবের বহু গ্যাংস্টার বন্দি রয়েছে। এদের খালিস্তানপন্থি সংগঠনের সঙ্গে সখ্য রয়েছে। 

তাই তিহাড় জেলে অমৃতপালকে না রেখে অসমের দিব্রুগড়ে রাখার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। 

উল্লেখ্য, আলফা গোষ্ঠীর গতিবিধি যখন তুঙ্গে, তখন থেকেই দিব্রুগড় জেলকে দুর্গে পরিণত করা হয়েছিল। এই জেল থেকে পালানো বা এই জেলে হামলা করা প্রায় অসম্ভব। 

পাশাপাশি পাঞ্জাবের থেকে অসমের এই জেল বহু দূর হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে মত প্রশাসনের।

এর আগে দিব্রুগড় জেলে রাখা হয়েছিল অমৃতপাল ঘনিষ্ঠ দলজিৎ সিং কালসি, পাপালপ্রীত সিং, কুলবন্ত সিং ধালিওয়াল, বরিন্দর সিং জোহাল, গুরমিত সিং বুকানওয়ালা, হারজিৎ সিং, ভগবন্ত সিং, বসন্ত সিং এবং গুরিন্দরপাল সিং আউজলাকে। 

আর রবিবার (২৩ এপ্রিল) অমৃতপালকেও নিয়ে যাওয়া হয় সেই জেলে। 

বর্তমানে দিব্রুগড় জেলের বাইরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। পাশাপাশি আসাম পুলিশের কমান্ডোরাও জেলের নিরাপত্তার দায়িত্বে নিযোজিত আছেন। 

জেলের ভেতরে ৫৭টি সিসিটিভি ক্যামেরার সাহায্যে কয়েদিদের ওপর নজর রাখা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের দাবি, 'ওয়ারিস পাঞ্জাব দে' গোষ্ঠীর নেতা অমৃতপাল সিং একজন 'আইএসআই এজেন্ট'। পাকিস্তানি গুপ্তচর সংস্থা তাকে ভারতে নিয়ে এসেছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলতে। দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য। নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের মতো 'আনন্দপুর খালসা ফোর্স' তৈরি করছিল সে। 

'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের প্রধান মানববোমা স্কোয়াডও তৈরি করছিল বলে জানা গেছে। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা