× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে রূপান্তরকামী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী খুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ও কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী মানবাধিকার কর্মী কোকো ডা ডল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ও কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী মানবাধিকার কর্মী কোকো ডা ডল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ও কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী মানবাধিকার কর্মী কোকো ডা ডলকে গুলি করে হত্যা করা হয়েছে।

 কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী নারীদের লড়াই নিয়ে বরাবরই সরব ছিলেন এই রূপান্তরকামী অভিনেত্রী।

 তাকে নিয়ে ‘কোকোমো সিটি’ নামে একটি পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্রও তৈরি হয়েছিল।

 গত বুধবার আটলান্টায় একটি শপিং মলের ধারে ফুটপাথে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। 

আটলান্টা পুলিশও আক্ষেপ করে জানিয়েছে,` রূপান্তরকামীদের খুনের ঘটনা মহামারির আকার নিয়েছে যুক্তরাষ্ট্রে। তদন্ত শুরু হয়েছে।‘

কোকো ডা ডলের অপর নাম রশিদা উইলিয়ামস বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ৩৫ বছর বয়সি এই নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার তার মৃতদেহ পাওয়া যায়। 

‘কোকোমো সিটি’  তথ্যচিত্রে অন্যতম প্রধান চরিত্র ছিল রশিদার। জানুয়ারি মাসে সানডান্স চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি। 

ছবি পরিচালনা করেছিলেন গ্র্যামি-মনোনীত গায়ক, গীতিকার ও প্রযোজক ডি স্মিথ। আটলান্টা ও নিউ ইয়র্ক সিটির রূপান্তরকামীদের নিয়ে তৈরি করা হয়েছিল তথ্যচিত্রটি।

রশিদার মৃত্যুতে স্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, `কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী নারীদের ওপর হামলার ঘটনায় সর্বশেষ বলি কোকো ডা ডল। কোকোমো সিটি তৈরি করেছিলাম কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী নারীদের মানবিক ও প্রাকৃতিক দিকটি দেখাতে। আমরা অনুপ্রেরণা দিতে চেয়েছিলাম।‘

আটলান্টা পুলিশ জানিয়েছে, রশিদার হত্যার তদন্ত শুরু করেছে তারা। তিনি ছাড়াও আরও দুই রূপান্তরকামী নারী এ বছর খুন হয়েছেন আটলান্টায়। 

পুলিশ জানিয়েছে, এই তিন খুনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তবে এ ধরনের একের পর এক হত্যাকাণ্ডে তারা চিন্তিত। 

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, `যুক্তরাষ্ট্রে মহামারি আকারে কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী নারীদের হত্যার ঘটনায় আমরা সতর্ক রয়েছি।’ 

সমকামী অধিকার সংস্থা হিউম্যান রাইটস ক্যাম্পেইন দাবি করেছে, শুধু ২০২২ সালেই অন্তত ৩৮ জন রূপান্তরকামী খুন হয়েছেন যুক্তরাষ্ট্রে।

সূত্র : মিরর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা