× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে অবস্থানরত ভারতীয়দের সরাতে মোদির বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৫:৩২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি : সংগৃহীত

সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার (২২ এপ্রিল) সর্বোচ্চ স্তরের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সুদানে ভারতের রাষ্ট্রদূত রবীন্দ্রপ্রসাদ জয়সওয়াল, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার ওপররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি, ভারতীয়দের দ্রুত সুদান থেকে সরানোর ওপরে জোর দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ‌'প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সুদানের উন্নয়ন পর্যবেক্ষণ, সুদানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ক্রমাগত মূল্যায়ন করতে এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বলেছেন।' 

সুদানে যেভাবে দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে, তাতে ভারতীয়দের দ্রুত সরিয়ে আনার জন্য পরিকল্পনার নির্দেশও দিয়েছেন মোদি। সুদানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ওপর জোর দেন তিনি। 

সুদানে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন মোদি।

এই মুহূর্তে প্রায় তিন হাজারের বেশি ভারতীয়র বসবাস সুদানে। সেখানে গত সপ্তাহে বিবদমান দুই পক্ষের  লড়াইয়ে এক ভারতীয়র মৃত্যু হয়েছে। 

বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেন।

এ দিকে সংবাদ সংস্থার খবর, ঈদের সময় সুদানের রাজধানী খার্তুমে তিন দিনের যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল জাতিসংঘ। কিন্তু শনিবার সারাদিন শহরজুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

যা থেকে স্পষ্ট যে, যুদ্ধবিরতি মানতে রাজি নয় কোনো পক্ষই। এল-ওবেদে শহরে গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন জাতিসংঘেরই এক কর্মী। 

সুদানে গত কয়েক দিনের সংঘর্ষে মোট নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা