× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২০:১৮ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২০:৪৯ পিএম

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশ নিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহে তিনি সেখানে যাচ্ছেন। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) জিওনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ৪ ও ৫ মে ভারতে এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ বৈঠকে যাওয়ার কথা নিশ্চিত করেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা জোট এসসিওর সদস্য হিসেবে বৈঠকে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় রাজ্য গোয়ায় এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পর পাকিস্তানের আর কোনো শীর্ষ রাজনীতিবিদ ভারত সফর করেননি। ফলে প্রায় ৯ বছরের মাথায় প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী দেশটির গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে ৪ মে ভারত সফরে যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো।

এসসিওর বর্তমান সদস্য দেশ আটটি। সদস্য দেশগুলো হলো, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। 

জোটটির চারটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। রাষ্ট্রগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া। 

সূত্র : এনডিটিভি, জিওনিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা