× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালিস্তানপন্থি নেতার স্ত্রীকে বিমানবন্দরে আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৪:৩১ পিএম

খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর। ছবি : সংগৃহীত

খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর। ছবি : সংগৃহীত

ভারতের বিচ্ছিনতাবাদী খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং এখনও নিখোঁজ রয়েছেন।

আর এরই মধ্যে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশ ছেড়ে পালাতে গিয়ে শুল্ক দফতরের কর্মকর্তাদের হাতে আটক হলেন অমৃতপালের স্ত্রী কিরণদীপ কৌর।

জানা গেছে, অমৃতসর বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে উঠতে গিয়ে ধরা পড়েন কিরণদীপ।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার সময় সেই বিমানটির লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। বর্তমানে অমৃতপালের স্ত্রীকে জেরা করছে শুল্ক দফতরের আধ্কিরিকরা।

এর আগে অমৃতপালের খালিস্তানি কার্যকলাপের জন্য অর্থ জোগাড়ের মামলায় জেরা করা হয়েছিল কিরণদীপকে।

এদিকে, ভারতের কোথাও কিরণদীপের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। যে কারণে কিরণদীপকে আটকে রাখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

কারণ, লন্ডনে থাকাকালীন কিরণদীপের খালিস্তানিদের সঙ্গে কোনও যোগ ছিল বলেও তথ্য পায়নি কেন্দ্রীয় সংস্থাগুলো।

তবে প্রতিরোধমূলক কারণে আপাতত কিরণদীপকে দেশ ছাড়তে বাধা দিয়েছে ভারতীয় কর্মকর্তারা। কিরণদীপ ছাড়াও অমৃতপালের সব আত্মীয়কেই আপাতত দেশে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ এবং গোয়েন্দারা।

প্রসঙ্গত, এ বছরই ফেব্রুয়ারিতে কিরণদীপকে বিয়ে করেছিলেন অমৃতপাল। বিয়ের পর পাঞ্জাবে চলে আসেন কিরণদীপ। সেখানে অমৃতপালের পৈত্রিক গ্রাম জল্লুপুর খেড়ায় বসবাস করেন কিরণদীপ।

বিগত একমাসেরও বেশি সময় ধরে অমৃতপালকে ধরার চেষ্টায় তল্লাশি জারি রেখেছে পঞ্জাব পুলিশ। তবে এখনও পর্যন্ত আইএসআই মদতপুষ্ট এই বিচ্ছিনতাবাদী নেতাকে ধরকে সক্ষম হয়নি সেই রাজ্যের পুলিশ।

খালিস্তানপন্থি স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিং নিজের সেনা তৈরি করছিল বলে জানা গেছে। নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্সের মতো 'আনন্দপুর খালসা ফোর্স' তৈরি করছিল সে। 'ওয়ারিস পঞ্জাব দে' সংগঠনের প্রধান মানব বোমা স্কোয়াডও তৈরি করছিল বলে জানা গেছে।

এ ছাড়াও, এক গুরুদ্বারে অস্ত্র মজুত করছিল অমৃতপাল। সেখানে যুব সমাজকে খালিস্তানি বিচ্ছিনতাবাদের পাঠ পড়ানো হত।

মজুত অস্ত্র সহকারে সেই যুবকদের আত্মঘাতী হামলার জন্য তৈরি করছিল অমৃতপাল সিং। আর এই সবই অমৃতপাল করছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা