× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে রমজানের অর্থ সাহায্য নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৮৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১১:০৮ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৪:১৪ পিএম

ঈদের কয়েক দিন আগে পদদলিত হওয়ার ঘটনায় ইয়েমেনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি : আলজাজিরা

ঈদের কয়েক দিন আগে পদদলিত হওয়ার ঘটনায় ইয়েমেনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবি : আলজাজিরা

একটি দাতব্য প্রতিষ্ঠান কর্তৃক রমজানের অর্থ সাহায্য বিতরণের সময় ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে পদদলিত হয়ে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সানার একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবারের (১৯ এপ্রিল) ওই দুর্ঘটনায় অন্তত ৩০০ জন আহত হয়েছেন।

খবরটি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজে সানার বাব-আল-ইয়েমেন এলাকায় ওই দুর্ঘটনার পর বিশৃঙ্খল দৃশ্য দেখা যায়।

রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শত শত মানুষ অনুদান গ্রহণের আশায় স্কুলটিতে ভিড় করেছিল। মাথাপিছু ওই অনুদানের পরিমাণ ছিল মাত্র ১০ ডলার।

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ওই অর্থ বিতরণের জন্য দায়ীদের আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।’

স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ছাড়াই তহবিলের অর্থ ‘এলোমেলোভাবে বিতরণের’ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়টির এক মুখপাত্রকে দায়ী করা হয়েছে।

একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।’ 

তিনি নাম প্রকাশ করেননি, কারণ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি পাননি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস দুজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, হুথি যোদ্ধারা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় বাতাসে গুলি চালিয়েছিল। ওই গুলি একটি বৈদ্যুতিক তারে আঘাত করায় বিস্ফোরণ ঘটে। যার কারণে আতঙ্কের সৃষ্টি হলে বিশৃঙ্খলা শুরু হয়।

গত সপ্তাহে ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে একটি বড় মাপের বন্দির অদলবদল শুরু হয়েছে, যা আট বছরের বিধ্বংসী সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

হুথির সর্বোচ্চ কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি গত বুধবারের দুর্ঘটনার কারণ হিসেবে দেশটির মানবিক সংকটের জন্য দায়ী করেছেন।

তিনি টুইটারে লিখেছেন, ‘আগ্রাসন ও অবরোধের কারণে ইয়েমেনি জনগণ যে তিক্ত বাস্তবতার মধ্যে বাস করছে তার জন্য আমরা আগ্রাসী দেশগুলোকে দায়ী করি। ওই অবরোধই পরোক্ষভাবে বুধবারের দুর্ঘটনার জন্য দায়ী।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে উৎখাত করার পর থেকে হুথি বিদ্রোহীরা শহরটি পরিচালনা করছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা