× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিধসে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৫:৫৭ পিএম

তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে মঙ্গলবার উদ্ধারকাজ করছে উদ্ধারকারীরা। ছবি : রেডিও ফ্রি ইউরোপ

তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে মঙ্গলবার উদ্ধারকাজ করছে উদ্ধারকারীরা। ছবি : রেডিও ফ্রি ইউরোপ

বড় ধরনের ভূমিধসে পাকিস্তান থেকে আফগানিস্তানে পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি ট্রাক চাপা পড়ে কমপক্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোরের আগে ওই ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ভূমিধস তোরখাম সীমান্ত চৌকিতে আঘাত হানে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। ভূমিধসের সময় ১২০টিরও বেশি ট্রাক পার হওয়ার অপেক্ষায় ছিল।

রেসকিউ ১১২২ ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র বিলাল ফাইজি এএফপিকে বলেছেন, ‘আমরা দুটি মৃতদেহ উদ্ধার করেছি এবং আহত আটজনকে হাসপাতালে নিয়েছি।’

ফাইজি বলেন, ‘মুসলিমদের পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য দিনের আগে চালক ও তাদের সহকারীরা সেহরির খাবারের জন্য গ্যাসের চুলায় খাবার রান্না করছিলেন। এ সময় ভূমিধস হলে ওই চুলার আগুন প্রধান সীমান্ত ক্রসিং থেকে প্রায় ১২০ মিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।’ 

ফাইজি আরও বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে আছে। খনন ও অন্যান্য ভারী যন্ত্রপাতির সাহায্যে উদ্ধার অভিযান চলছে।’ 

ভূমিধসের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে একজন কর্মকর্তা বলেছেন সীমান্ত চৌকির পার্শ্ববর্তী পাহাড়ে একটি সম্প্রসারণ প্রকল্পে কয়েক মাস ধরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

রাতভর মুষলধারে বৃষ্টির কারণেও ওই ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তা আলী রাজা।

আলী রাজা বলেন, ’কর্তৃপক্ষ ট্রাক ও অন্যান্য যানবাহনের জন্য সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে, তবে এটি পায়ে চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।’

সূত্র : ব্যারনস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা