× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপন ‘চীনা থানা’ পরিচালনার অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:১৯ পিএম

সংবাদ সম্মেলনে চীনের গোপন থানা নিয়ে বিস্তারিত অভিযোগ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রেন পিস। ছবি : আলজাজিরা

সংবাদ সম্মেলনে চীনের গোপন থানা নিয়ে বিস্তারিত অভিযোগ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রেন পিস। ছবি : আলজাজিরা

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ চীনের পক্ষে নিউইয়র্ক সিটিতে একটি ‘গোপন থানা’ পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস গত সোমবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে অভিযোগ ঘোষণা করে বলেছে, গ্রেপ্তার করা লিউ জিয়ানওয়াং এবং চেন জিনপিং ২০২২ সালের প্রথম দিকে ম্যানহাটনের চায়নাটাউনে গোপন পুলিশ ফাঁড়ি খুলেছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা চীনের সরকারের সঙ্গে যোগসাজশ করে চক্রান্ত করছিলেন এবং চীনের এজেন্ট হিসাবে কাজ করছিলেন। তাদের এবার আদালতে নিয়ে যাওয়া হবে।

ব্রুকলিনের প্রসিকিউটর জানিয়েছেন, ‘নিউ ইয়র্ক শহরে বসে চীন সরকার গোপনে পুলিশ থানা চালাচ্ছে। এটা তো অ্যামেরিকার সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। আমাদের এই মহান শহরে আমরা কোনো গোপন থানা চাই না।’

প্রসিকিউটার জানিয়েছেন, ‘গ্রেপ্তার হওয়া একজন চীনার বিরুদ্ধে অভিযোগ হলো, সে চীন থেকে পলাতক একজনকে ভয় দেখিয়ে অত্যাচার করে আবার সেখানে পাঠাবার চেষ্টা করছিল। চীন সরকার ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় একজনকে চিহ্নিত করার নির্দেশও দেয় ওই থানাকে। ওই ব্যক্তি গণতন্ত্রপন্থি বলে মনে করে চীন।‘

জেরার মুখে দুইজনই স্বীকার করেছে যে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে জানতে পেরে, তারা চীন সরকারের ওই বার্তা মুছে দিয়েছে।

এছাড়াও ৩৪ জন চীনা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রে থাকা চীনের সরকার বিরোধীদের খুঁজে বের করে তাদের নানাভাবে চাপ দিত।

এফবিআই প্রধানও জানিয়েছেন, তারা এই গোপন নজরদারি কেন্দ্র নিয়ে রীতিমতো চিন্তিত।

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা