× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:২২ পিএম

ইউএসএস মিলিয়াস ১০ এপ্রিল দক্ষিণ চীন সাগরের একটি অজ্ঞাত স্থানে অপারেশন পরিচালনা করে। ছবি : সংগৃহীত

ইউএসএস মিলিয়াস ১০ এপ্রিল দক্ষিণ চীন সাগরের একটি অজ্ঞাত স্থানে অপারেশন পরিচালনা করে। ছবি : সংগৃহীত

তাইওয়ানের চারপাশে চীনের সর্বশেষ যুদ্ধের মহড়ার কয়েক দিন পর রবিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে যাত্রা করেছে।

এ যাত্রাকে দেশটির নৌবাহিনী একটি ‘রুটিনমাফিক ট্রানজিট’ হিসেবে বর্ণনা করেছে।

সোমবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, ‘আর্লেই বার্ক-শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস রবিবার তাইওয়ান প্রণালি দিয়ে যাত্রা করেছে।’

তারা ওই বিবৃতিতে আরও জানিয়েছে, ‘আন্তর্জাতিক আইন অনুসারে গভীর সাগরে চলাচল এবং ট্রানজিট স্বাধীনতার আওতায় যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে যাত্রা করেছে।’

এদিকে চীন সোমবার বলেছে, তারা তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ শনাক্ত করেছে।

চীনা সামরিক মুখপাত্র কর্নেল শি ই বলেছেন, ‘ওই এলাকার সেনারা সব সময় সতর্ক অবস্থানে থাকবে। তারা জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করবে।’

প্রসঙ্গত, তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে চীন এক দিন এ দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার অঙ্গীকার করেছে। চীন সমগ্র তাইওয়ান প্রণালিকে তার আঞ্চলিক জলসীমা হিসেবে দাবি করে।

জাহাজটি আনুষ্ঠানিকভাবে সোমবার তাইওয়ানের আশপাশে তার তিন দিনের যুদ্ধ অনুশীলন শেষ করেছে।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠকে ক্ষোভ প্রকাশের জন্য এ মহড়ার আয়োজন করে বেইজিং।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালি দিয়ে চলাচল করে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে।

গত সপ্তাহে ইউএসএস মিলিয়াস দক্ষিণ চীন সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ মানবসৃষ্ট এবং চীনা নিয়ন্ত্রিত দ্বীপ মিসচিফ রিফের কাছে যাত্রা করেছিল।

যদিও বেইজিং একে বেআইনি বলে নিন্দা করেছিল।

মহড়া শেষ হওয়ার পরও তাইওয়ানের আশপাশে কম মাত্রায় সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন।

সোমবার সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তারা ১৮টি চীনা সামরিক বিমান ও চারটি নৌযানকে তাইওয়ানের আশপাশে ২৪ ঘণ্টা টহল দিতে দেখেছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা