× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হংকং শাসনে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বদলের কারণ নেই: শি জিন পিং

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২২ ২১:৫৯ পিএম

হংকং শাসনে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বদলের কারণ নেই: শি জিন পিং

চীনের প্রেসিডেন্ট  শি জিন পিং বলেছেন, হংকং পরিচালনায় যে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি পরিচালনা করা হয়, তা পরিবর্তনের কোনো কারণ নেই।  এটি দীর্ঘ মেয়াদে বজায় রাখতে হবে। আজ শুক্রবার (১ জুলাই) হংকংয়ে অঞ্চলটির নতুন নেতা জন লির শপথ গ্রহণের পর এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

১৯৯৭ সালের ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ পায় চীন। আজ যুক্তরাজ্য থেকে চীনের কাছে হংকংয়ের নিয়ন্ত্রণ হস্তান্তরের ২৫তম বার্ষিকী। দিনটি সামনে রেখে গতকাল বৃহস্পতিবারই (৩০ জুন) হংকং সফরে যান  শি জিন পিং। আজ অঞ্চলটির নেতা জন লির শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি অনুযায়ী হংকংয়ে ‘এক দেশ, দুই ব্যবস্থা নীতি’ বাস্তবায়ন করা হয়েছিল। এর আওতায় হস্তান্তরের ৫০ বছর পর্যন্ত অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত অঞ্চলটিতে ব্যাপক স্বায়ত্তশাসন, অবাধ ব্যক্তি অধিকার ও বিচারিক স্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করেছিল চীন।

তবে পশ্চিমা বিশ্ব ও চীনের সমালোচকেরা বলেন, ২০১৯ সালের বিক্ষোভের পর ২০২০ সালে হংকংয়ে বেইজিং আরোপিত কঠোর জাতীয় নিরাপত্তা আইনের কারণে সে প্রতিশ্রুত স্বাধীনতার চরম লঙ্ঘন হয়েছে।

চীন ও হংকং কর্তৃপক্ষ সে অভিযোগ নাকচ করে দিয়েছে। তাদের দাবি, এ নিরাপত্তা আইনের কারণে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। আর এর মধ্য দিয়ে শহরটি সমৃদ্ধি অর্জন করতে পারবে।

২০১৭ সালের পর এটি  শি জিন পিংয়ের প্রথম হংকং সফর। পাঁচ বছর আগে তাঁর হংকং সফরের সময় হাজারো মানুষ বিক্ষোভ করেছিল। ঐতিহাসিকভাবে ১ জুলাই দিনটিকে হংকংয়ের মানুষের কষ্ট প্রকাশের সুযোগ হিসেবে দেখা হয়।

এবার  শি জিন পিংয়ের সফরকালে হংকংয়ে কোনো বিক্ষোভ হচ্ছে না। বিরোধী রাজনীতিবিদ ও গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের কারাগারে থাকা কিংবা স্বেচ্ছা নির্বাসনে চলে যাওয়াকে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে।  শি জিন পিং বলেছেন, নিরাপত্তা আইনটি শহরটির বাসিন্দাদের ‘গণতান্ত্রিক অধিকার’ প্রতিষ্ঠায় সহায়ক।

২০১৭ সালের পর এটি শি জিন পিংয়ের প্রথম হংকং সফর। পাঁচ বছর আগে তাঁর হংকং সফরের সময় হাজারো মানুষ বিক্ষোভ করেছিল। ঐতিহাসিকভাবে ১ জুলাই দিনটিকে হংকংয়ের মানুষের কষ্ট প্রকাশের সুযোগ হিসেবে দেখা হয়।

এবার শি জিন পিংয়ের সফরকালে হংকংয়ে কোনো বিক্ষোভ হচ্ছে না। বিরোধী রাজনীতিবিদ ও গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের কারাগারে থাকা কিংবা স্বেচ্ছা নির্বাসনে চলে যাওয়াকে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা