× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে লাইভে এসে গুলি করে সহকর্মীদের হত্যা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:৫০ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:০৮ পিএম

গুলির ঘটনাস্থলে পুলিশের সঙ্গে কথা বলছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। ছবি : রয়টার্স

গুলির ঘটনাস্থলে পুলিশের সঙ্গে কথা বলছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভেতরে গুলি চালিয়ে সহকর্মীসহ পাঁচজনকে হত্যা করার পর পুলিশের পাল্টা গুলিতে ২৫ বছর বয়সি ঘাতক কনর স্টার্জনের মৃত্যু হয়েছে। 

যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইভিলেতে গত সোমবার (১০ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। এই ঘটনায় পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

নিহতরা হলেন জোশুয়া ব্যারিক, ডিনা একার্ট, টমাস এলিয়ট, জুলিয়ানা ফার্মার ও জেমস টুট।

সহকর্মীদের গুলি চালিয়ে খুন করার পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করেন স্টার্জন।

তিনি লুইভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওল্ড ন্যাশনাল ব্যাংকে গুলি চালানোর অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

স্টার্জন এ সময় পুলিশের ওপরও গুলি চালাতে শুরু করেন। পুলিশ কর্মকর্তাদের চালানো পাল্টা গুলিতে স্টার্জনের মৃত্যু হয়।

এরপর পুলিশ ব্যাংকের ভেতরে ঢুকে মৃতদেহগুলো উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। 

পুলিশ জানিয়েছে, ঘাতক ব্যাংকের মধ্যে অবাধে গুলি চালানোর ঘটনা ইনস্টাগ্রামে লাইভ করেন।

ব্যাংকের মধ্যে গুলি চলার ঘটনায় চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হলেও পঞ্চমজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন লুইভিলের পুলিশপ্রধান জ্যাকলিন গুইন-ভিলারোয়েল।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার গত সোমবার বিকালের সংবাদ সম্মেলনে অনেক কষ্টে চোখের পানি ধরে রেখে বলেন, তিনি ওই ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলিয়টসহ কিছু নিহতদের চিনতেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা