× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইওয়ানের চারপাশে চীনের ১১টি যুদ্ধজাহাজ, ৫৯টি যুদ্ধবিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১১:৪৫ এএম

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে সম্প্রচারিত যুদ্ধমহড়ার চিত্র। ছবি : আলজাজিরা

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে সম্প্রচারিত যুদ্ধমহড়ার চিত্র। ছবি : আলজাজিরা

চীনের যুদ্ধ মহড়ার তৃতীয় দিনে সোমবার (১০ এপ্রিল) তাইওয়ানের চারপাশে ১১টি চীনা যুদ্ধজাহাজ এবং ৫৯টি যুদ্ধবিমান শনাক্ত করেছে তাইপে। খবরটি নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। 

মন্ত্রণালয়টি আরও বলেছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ১১টি জাহাজ এবং ৫৯টি যুদ্ধবিমান ও বোমারু বিমান শনাক্ত করা হয়েছে।

‘জয়েন্ট সোর্ড’ শিরোনামের চীনের তিন দিনের ওই মহড়ার উদ্দেশ্য তাইওয়ানকে ঘেরাও করার অনুশীলন আয়ত্ত করা। 

গত রবিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, অনুশীলনগুলো তাইওয়ান দ্বীপ এবং আশপাশের জলসীমার মূল লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে।

সোমবারের মহড়ায় চীনের ফুজিয়ান প্রদেশ থেকে গোলাবর্ষণের অনুশীলনও অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। 

প্রদেশটি তাইওয়ানের মাতসু দ্বীপের দক্ষিণে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

ক্যালিফোর্নিয়ায় ইউএস হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে গত সপ্তাহে সাইয়ের বৈঠক বেইজিংয়ের ক্ষিপ্ত প্রতিক্রিয়ার উদ্রেক করেছে। 

চীন সাইয়ের জাতীয়তাবাদী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং এর নেতাদের ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করেছে।

১৯২৭-১৯৪৯ সাল পর্যন্ত চীনা গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পৃথকভাবে শাসিত হচ্ছে। 

তাই বেইজিং দ্বীপটিকে তার এলাকা বলে দাবি করে। এ পর্যন্ত তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা মাত্র ১৩।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি, তবে তারা কয়েক দশক ধরে অস্ত্র বিক্রির মাধ্যমে দ্বীপের প্রতিরক্ষাকে সমর্থন করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত রবিবার জানিয়েছে, তাইওয়ান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। 

তারা সাইয়ের সফরকে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে বেইজিংকে সতর্ক করেছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা