× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৭ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৫:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাপুয়া নিউগিনিতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। এতে বেশ কিছু লোক হতাহতের পাশাপাশি অনেক ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে  ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কম্পনটি উৎপত্তিস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী পোর্ট মোরসবি পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও পরে তা তুলে নেওয়া হয়েছিল।

তবে পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ায় তাৎক্ষণিকভাবে সুনামির কোনো শঙ্কা তৈরি হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।

পাপুয়া নিউগিনির বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের পর কিছু ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, বেশকিছু রাস্তায় ফাটল ধরেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও গাড়ি। এ ছাড়া সুপার শপের তাক থেকে পড়ে যাওয়া জিনিসপত্রের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন অনেকে।

স্থানটি দুগর্ম হওয়ায় ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে।  অসমর্থিত সূত্রে আরও জানা যায়, বেশকিছু বাড়িঘর ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যদিও রয়টার্স স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি। সরকার পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানাবে।

ভৌগোলিক অবস্থানের কারণেই পাপুয়া নিউগিনি ভূমিকম্পপ্রবণ একটি দেশ। টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের হটস্পট এ অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানে।

২০১৮ সালে পিএনজির দুর্গম পাহাড়ি উচ্চভূমিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে শতাধিক মানুষ নিহত হন। এতে হাজার হাজার ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা