× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২১:৪১ পিএম

ব্রাসেলসে ন্যাটোর কেন্দ্রীয় কার্যালয়ে পতাকার সারিতে ৪ এপ্রিল থেকে ফিনল্যান্ডের পতাকাও যুক্ত হবে। ছবি : সংগৃহীত

ব্রাসেলসে ন্যাটোর কেন্দ্রীয় কার্যালয়ে পতাকার সারিতে ৪ এপ্রিল থেকে ফিনল্যান্ডের পতাকাও যুক্ত হবে। ছবি : সংগৃহীত

ফিনল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্য হতে যাচ্ছে। সোমবার (৩ এপ্রিল) ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সামরিক জোটটির কেন্দ্রীয় কার্যালয় ব্রাসেলসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

স্টলটেনবার্গ বলেন, ’আগামীকাল (মঙ্গলবার, ৪ এপ্রিল) ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে আমরা ফিনল্যান্ডকে স্বাগত জানাব। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।’ 

রাশিয়ার অবস্থানে পরিবর্তন নেই

বার্তা সংস্থা এএফপি জানায়, বেলারুশে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র অস্ত্র মোতায়েন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানে কোনো পরির্বতন আসেনি বলে মনে করেন ন্যাটোপ্রধান। 

তিনি বলেন, ’আমাদের হাতে যতটুকু তথ্য আছে, তাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি রাশিয়া। তারা যদি কোনো পরিবর্তন না আনে, তাহলে পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের অবস্থানেও পরিবর্তন আনতে হবে।’ 

গত সপ্তাহে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন পুতিন। পুতিনের দাবি, এতে করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় না। কারণ বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে এই কাজ কয়েক দশক ধরে করে আসছে যুক্তরাষ্ট্র। 

সূত্র : এএফপি 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা