× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৩:৩০ পিএম

ইকুয়েডরের চিম্বোরাজোর আলাউসি জেলায় ভূমিধসের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

ইকুয়েডরের চিম্বোরাজোর আলাউসি জেলায় ভূমিধসের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

ইকুয়েডরে বিশাল ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

দেশটির কর্তৃপক্ষ গত শনিবার (১ এপ্রিল) জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগের ওই ভূমিধসের ঘটনায় এখনও প্রায় কয়েক ডজন নিখোঁজ লোকের সন্ধান করছে উদ্ধারকারী দল

ইকুয়েডরের কর্মকর্তারা জানিয়েছেন, মুষলধারার বৃষ্টির পর গত রবিবারের শেষ দিকে পাহাড়ের একটি বিশাল অংশ ধসে পড়ে আলাউসি শহরের কিছু অংশ চাপা পড়ে। এতে অন্তত ১৬৩টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়। 

উদ্ধারকারীরা রাজধানী কিতো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণের এই শহরটির ধ্বংসস্তুপের মধ্যে গত ছয়দিন ধরে নিখোঁজ কয়েক ডজন লোকের সন্ধান চালিয়ে যাচ্ছে। এতে মৃতের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

গত শুক্রবার ঝুঁকি ব্যবস্থাপনা মন্ত্রনালয় জানায়, ওই ২৩ জন মারা গেছে, ৩৮ জন আহত হয়েছে এবং ৬৭ জন নিখোঁজ রয়েছে।

তবে শনিবারের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ায়। জাতীয় প্রসিকিউটর অফিস টুইটারে এ খবর নিশ্চিত করেছে। 

ঠিক এক সপ্তাহ আগে একই অঞ্চলে ভূমিকম্পে ১৫ জন নিহত হয়েছিল।

কয়েক মাস ভারী বৃষ্টিপাতের পর সরকার গত সপ্তাহে দেশের ২৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে দুই মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। 

তবে, সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় ত্রাণ সহায়তা বিতরণ করার অনুমতি দিয়েছে।

সূত্র : এনএসটিডটকম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা