× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচার বিভাগীয় সংশোধন বাতিলের দাবিতে ইসরায়েলের ব্যাপক বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম

গত শনিবার তেল আবিবে এভাবেই প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

গত শনিবার তেল আবিবে এভাবেই প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংশোধনের বিরুদ্ধে ইসরায়েলে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এই সপ্তাহে ওই সংশোধনের স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষ এটি সম্পূর্ণ বাতিলের দাবিতে গত শনিবার (১ এপ্রিল) রাস্তায় নেমে আসে।

ইসরায়েলি মিডিয়ার ধারণা, গত শনিবারের দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। 

তেল আবিবের বিক্ষোভে অংশ নেওয়া লিমোর ময়াল বলেন, ‘আমরা জিততে যাচ্ছি। কারণ এটি এমন কিছু নয় যার সঙ্গে আমরা বাঁচতে পারি। আমরা এমন একটি রাষ্ট্রে বাস করতে পারি না, যেটি গণতান্ত্রিক নয়।’

অভ্যন্তরীণ অস্থিরতা এবং ওয়াশিংটনে উদ্বেগ ও অসন্তোষের মুখে নেতানিয়াহু গত সোমবার ধর্মীয়-জাতীয়তাবাদী জোট এবং বিরোধী দলগুলোর মধ্যে একটি সমঝোতার বিষয়ে আলোচনার পরিবেশ তৈরিতে বিচার বিভাগীয় সংশোধন প্রক্রিয়া স্থগিত করেন।

ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া ৩০ বছর বয়সি ইমানুয়েল কেলার বলেন, ‘নেতানিয়াহুর মুখ থেকে যা বের হয়, আমরা তা বিশ্বাস করি না। তার ওই স্থগিতাদেশকে আমরা রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে দেখছি, যা প্রতিবাদ বন্ধ করার লক্ষ্যে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।’

সরকারের সঙ্গে বিরোধীদের বিরোধের প্রধান বিষয়গুলোর মধ্যে একটি হলো সুপ্রিম কোর্টসহ বিচারক নিয়োগের ক্ষমতা ক্ষমতাসীন জোটের হাতে নেওয়া।

সমালোচকরা সরকারের এই অভিযানকে আদালতের স্বাধীনতার জন্য হুমকি এবং আইনি অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে দেখছেন। 

নেতানিয়াহু দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে ওই সংস্কার চাইছেন বলে দাবি বিরোধীদের। কিন্তু নেতানিয়াহু বলেছেন, সরকারের সব শাখায় ভারসাম্য আনতে সংস্কার প্রয়োজন। 

নেতানিয়াহু লিকুদ দল এবং অতি-ডান রাজনৈতিক মিত্ররা সংস্কারের পক্ষে সমর্থন জানিয়ে বিক্ষোভ করে আসছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা