× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১১:৪০ এএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১১:৪৯ এএম

পাকিস্তান-ইরান সীমান্তে পাহারারত এক পাকিস্তানি সেনা। ছবি : সংগৃহীত

পাকিস্তান-ইরান সীমান্তে পাহারারত এক পাকিস্তানি সেনা। ছবি : সংগৃহীত

ইরানের সন্ত্রাসীরা পাকিস্তানের সীমান্তের চার টহল সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

নিহতরা হলেন- শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আবদুর রশিদ।

পাকিস্তান সেনাবাহিনী গত শনিবার (১ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনারা পাকিস্তান-ইরান সীমান্তে একটি নিয়মিত সীমান্ত টহলের সময় কেচ জেলার জলগাই সেক্টরে ইরানি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন।

কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করেনি।

সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের দিক থেকে পরিচালিত সন্ত্রাসীদের একটি দল পাকিস্তান-ইরান সীমান্তে কর্মরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত সীমান্ত টহল আক্রমণ করেছে।’

সেনাবাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, ‘ইরানের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার জন্য ইরানি পক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে।’

পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে  সীমান্ত রয়েছে। এই সীমান্ত অঞ্চলে অতীতেও বেশ কয়েকটি অঘটন ঘটেছে।

পাকিস্তান-ইরানের সীমান্ত এলাকার বিদ্রোহী বালুচ জাতীয়তাবাদী দলগুলো আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে।

সীমান্তের দুই পাশে এই বালুচ গোষ্ঠীগুলো কাজ করে।

গত জানুয়ারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তানে ইরানের সঙ্গে সীমান্তে চার নিরাপত্তা কর্মকর্তার হত্যার নিন্দা করেছিলেন। 

তিনি বলেছিলেন, ‘আমরা আশা করি, ইরান নিশ্চিত করবে যে, তার মাটি আন্তঃসীমান্ত হামলার জন্য ব্যবহৃত হবে না।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা