× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২১:৩৯ পিএম

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চ্যানেল বন্ধ করার প্রতিবাদে পাকিস্তানের নিউজ চ্যানেল এআরওয়াইয়ের সাংবাদিক ও কর্মচারীরা প্রতিবাদ করছেন। গত আগস্টে ইসলামাবাদে। ছবি : সংগৃহীত

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চ্যানেল বন্ধ করার প্রতিবাদে পাকিস্তানের নিউজ চ্যানেল এআরওয়াইয়ের সাংবাদিক ও কর্মচারীরা প্রতিবাদ করছেন। গত আগস্টে ইসলামাবাদে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। আদালতের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির বিভিন্ন এনজিও, ব্যক্তি ও সংগঠন। বৃহস্পতিবার (৩০ মার্চ) লাহোর হাইকোর্টের একটি একক বেঞ্চ এ ঘোষণা দেন।

প্রতিপক্ষকে দমনে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে—এমন অভিযোগ তুলে আইনটির বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে বেশ কয়েকটি আরজি করা হয়েছিল। এসব আরজির পরিপ্রেক্ষিতে লাহোর হাইকোর্টের বিচারপতি শাহিদ করিম এ রায় দেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বাতিল না করলে রায়টি সারা দেশে কার্যকর হবে।

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধেও সম্প্রতি রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ শতাধিক মামলা করা হয়েছে।

আল-জাজিরা জানায়, ভারতবর্ষে ১৮৬০ সালে রাষ্ট্রদ্রোহ আইনটি জারি করে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। এ আইন অনুযায়ী, কেউ যদি মৌখিক, লিখিত, আকার–ইঙ্গিত, দৃশ্যমান কর্মকাণ্ড বা অন্য কোনোভাবে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় বা অবমাননা করে বা করার চেষ্টা করে অথবা অসন্তোষ ছড়াতে উস্কানি দেয় বা উস্কানি দেওয়ার চেষ্টা করে, তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করা হতে পারে অথবা জরিমানাসহ বা জরিমানা ছাড়া কারাদণ্ড দেওয়া হতে পারে, যার মেয়াদ তিন বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

সূত্র : আল-জাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা