× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ইথানলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৩:১২ পিএম

যুক্তরাষ্ট্রে ইথানলবাহী ট্রেন লাইনচ্যুত

যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ইথানল বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে এর বেশ কয়েকটি কন্টেইনারে আগুন লেগেছে বলে জানা গেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে ওই দুর্ঘটনার পরে সতর্কতা হিসাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা বাসিন্দাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছে।

বিএনএসএফ রেলওয়ের একটি বিবৃতি অনুসারে, প্রায় ২২টি কোচ লাইনচ্যুত হয়েছে। ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনার পর ১৪ ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে। 

এজেন্সিটি জানিয়েছে, ইথানলভর্তি চারটি মালবাহী কন্টেইনার ফেটে গেছে এবং তাতে আগুন লেগেছে। 

উল্লেখ্য যে, ইথানল আগুনের সংস্পর্শে এলে তার প্রভাবে মানুষ কাশি, চুলকানি, চোখ জ্বালাপোড়া, তন্দ্রা এবং এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

কান্দিয়োহি কাউন্টি শেরিফের অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেমন্ডে সকাল ১টার আগে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে বলা হয়েছে যে, দুর্ঘটনার আধা মাইলের মধ্যে বাড়িগুলো খালি করা হয়েছে। 

দুপুরের দিকে কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার আদেশ তুলে নেয় এবং বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হয়।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা