× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বাসযন্ত্রের সংক্রমণে হাসপাতালে পোপ ফ্রান্সিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৪:১৪ পিএম

পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

শ্বাসযন্ত্রের সংক্রমণ হওয়ায় পোপ ফ্রান্সিসকে রোমের জেলেমি হাসপাতালে নেওয়া হয়েছে।

সেখানে তাকে কয়েক দিন কাটাতে হবে বলে জানিয়েছে ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি জানিয়েছে, ৮৬ বছর বয়সি পোপ ফ্রান্সিস সাম্প্রতিক দিনগুলোতে শ্বাসকষ্টের সমস্যা ভুগছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুস্থতা কামনায় সারা বিশ্ব থেকে আসা বার্তা এবং প্রার্থনার খবর পোপ ফ্রান্সিসের হৃদয় স্পর্শ করেছে।

তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোপের ঘনিষ্ঠ এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, পোপের নিরাপত্তায় তার কাছের কর্মীরা জেমেলি হাসপাতালে রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে।’

ইস্টার উইকএন্ডের কারণে পোপ ফ্রান্সিসের জন্য এটি বছরের সবচেয়ে ব্যস্ত সময়। কারণ, এ সময় অনেক ইভেন্ট থাকে৷

এদিকে, এপ্রিলের শেষে তার হাঙ্গেরি সফরে যাওয়ার কথা রয়েছে।

গত বুধবার সকালে তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাপ্তাহিক সাধারণ সভার সভাপতিত্ব করেন। 

ভ্যাটিকান প্রাথমিকভাবে বলেছিল, পোপ পূর্ব নির্ধারিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু, একটি টেলিভিশন সাক্ষাৎকার স্বল্প সময়ের নোটিশে বাতিল হওয়ার পরে ইতালীয় মিডিয়া তার শারিরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পোপের পুনরুদ্ধারের জন্য সবাইকে ‘বাড়তি প্রার্থনা’ করতে বলেছেন।

বাইডেন বলেন, ‘পোপ আমার দেখা খ্রিস্টের মতো ব্যক্তিত্বদের মধ্যে একজন।’

আর্জেন্টিনার পোপের নিজ শহর বুয়েনস আইরেসের লোকেরা তাদের অনুভূতি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে শেয়ার করেছেন। 

ভিক্টোরিয়া ভেরা নামের এক ব্যক্তি বলেন, ‘এটি খুবই দুঃখজনক। আমি এই পোপের প্রতিনিধিত্ব বোধ করি, যিনি খুব খোলা মনের এবং মানুষ।’

পোপ তার হাঁটুর সমস্যার কারণে সাম্প্রতিক মাসগুলোতে একটি হুইলচেয়ার ব্যবহার করেছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা