× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় দুই সেনা আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১০:৩৭ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১২:৫৩ পিএম

দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে (ফাইল ফটো)। ছবি : সংগৃহীত

দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে (ফাইল ফটো)। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় দুই সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

খবরটি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, ইসরায়েল গোলান হাইটস থেকে দামেস্কের আশপাশ লক্ষ করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ওই হামলায় দুই সেনা আহত হয়েছে এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।

তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো বিবরণ দেয়নি।

সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশের অভ্যন্তরে লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ মাসে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা।

সিরিয়ার সাইটগুলোয় তার হামলার কথা খুব কমই স্বীকার করে ইসরায়েল। স্বীকার করলেও তারা দাবি করে, ‘লেবাননের হিজবুল্লাহর মতো ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ করে হামলা চালানো হয়েছে।’

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি দল বলেছে, গত সপ্তাহে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা আলেপ্পো বিমানবন্দরে ইরান সমর্থিত যোদ্ধাদের দ্বারা ব্যবহৃত একটি সন্দেহভাজন অস্ত্র ডিপো ধ্বংস করেছে।

এ ছাড়া ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার সমুদ্রবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোও লক্ষ করেছে।

ইসরায়েল বলছে, সিরিয়ায় তেহরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ইরানি অস্ত্র যাতে পৌঁছাতে না পারে সে লক্ষ্যেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ নিহত এবং দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা