× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশ সেনাদের চেয়ে দেশটির গোয়েন্দারা বেশি দক্ষ : যুক্তরাজ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ২০:৫১ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২১:১৫ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ আরও কয়েক মাস বিলম্বে শুরু করতে অনুরোধ করেছিলেন দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা এফএসবিপ্রধান। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ আরও কয়েক মাস বিলম্বে শুরু করতে অনুরোধ করেছিলেন দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা এফএসবিপ্রধান। ছবি : সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনীর চেয়ে দেশটির গোয়েন্দা বিভাগগুলো বেশি দক্ষ। ইউক্রেন যুদ্ধে সেনাবাহিনীর চেয়ে রুশ গোয়েন্দাদের অর্জন অনেক বেশি। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। 

বুধবার (২৯ মার্চ) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ২০২১ সালের জুন থেকেই আনুষ্ঠানিকভাবে ইউক্রেন যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তারা খুব দ্রুত ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলে জনমতকে নিজেদের পক্ষে নিয়ে যেতে সক্ষম হয়। 

প্রতিবেদনটি তৈরিতে এফএসবির বিভিন্ন নথিপত্র, ইউক্রেনের গোয়েন্দাদের তথ্য, রুশ গোয়েন্দাদের ফোনালাপ ব্যবহার করেছে রুসি।

প্রতিবেদনে বলা হয়, এফএসবির কর্মকর্তারা প্রযুক্তিতে অনেক বেশি দক্ষ ছিলেন। ফলে ইউক্রেনের সরকারি নথিপত্র ডাউনলোড করতে, কম্পিউটারে হানা দিতে সক্ষম হন তারা। এতে কিয়েভপন্থি ব্যক্তি, কর্মকর্তা এবং এজেন্টদের সম্পর্কে তারা যথাযথ তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়। 

রুসির প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধ আরও কয়েক মাস বিলম্বে শুরু করতে রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন এফএসবির প্রধান। তিনি পুতিনকে বলেছিলেন, আমাদের আরও কয়েক মাস সময় দেন। তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত হতে পারব। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন পুতিন। 

বিবিসি জানায়, ৩৯ পাতার প্রিলিমিনারি লেসনস ফ্রম রাশিয়াস আনকনভেনশনাল অপারেশনস ডিউরিং দ্য রুশো-ইউক্রেনিয়ান ওয়ার নামের প্রতিবেদনটিতে রুশ গোয়েন্দারের তৎপরতা সম্পর্কে বিশেষভাবে সতর্ক হতে বলা হয়েছে। কারণ রুশ গোয়েন্দারা শুধু ইউক্রেনে নয়, বরং ইউরোপের অন্য দেশেও সক্রিয় রয়েছে। যুদ্ধ চলাকালেও তারা যথেষ্ট সক্ষমতার পরিচয় দিচ্ছে। 

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা