× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণাটকে বিধানসভা নির্বাচন ১০ মে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এবারও এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচন। বুধবার (২৯ মার্চ) নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এ রাজ্যের বিধানসভার ২২৪ আসনের ভোট গ্রহণ হবে ১০ মে এবং ১৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে

সেই সঙ্গে ১০ মে কয়েকটি আসনে উপনির্বাচনও হবে বলে জানিয়েছে কমিশন।

এবার কর্ণাটকের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপাতত রাজ্যের মসনদে বিজেপি থাকলেও অন্তঃকলহে জর্জরিত হয়ে আছে এই গেরুয়া শিবির।

বিশেষত বিএস ইয়েদুরাপ্পার ভূমিকা কী হয়, সেদিকেও নজর থাকবে সবার। কারণ তার ভোটব্যাংক কর্ণাটকে নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দেয়।

সেই ভোটব্যাংকের গুরুত্ব যে কতটা, তা একটা ছোট্ট ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাবে। কর্ণাটক সফরে গিয়ে ইয়েদুরাপ্পাকে কাছে টেনে নেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি চলতি বছর কর্ণাটকে গিয়েছেন ছয়বার।

রাজনৈতিক মহলের মতে, মোদির ম্যাজিকে এবার বিধানসভা নির্বাচনে সুবিধাজনক অবস্থানে আছে বিজেপি। তবে হাল ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেসও।

শনিবার ১২৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এই শতাব্দীপ্রাচীন দল। ৮০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি (আপ)। এ দলের কারণে কিছুটা হলেও বিজেপিবিরোধী ভোট বিভক্ত হতে পারে মত রাজনৈতিক মহলের।

২০১৮ সালে কর্ণাটকে এক দফায় বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল ১২ মে। ১৫ মে প্রকাশিত হয়েছিল ফলাফল। সে বছর ১০৪ আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৭৮টি আসন। জেডিএস ৩৭ আসনে জিতেছিল।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা