× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার্লস তৃতীয়র সফরের জন্য আড়ম্বরপূর্ণ প্রস্তুতি নিচ্ছে জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১২:১২ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৩:১২ পিএম

চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলা। ছবি : সংগৃহীত

চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলা। ছবি : সংগৃহীত

রাজনৈতিক প্রতিবাদের মুখে ফ্রান্স সফর স্থগিত হওয়ার পর রাজা হিসেবে ব্রিটেনের চার্লস তৃতীয় প্রথম রাষ্ট্রীয় সফরে বুধবার (২৯ মার্চ) জার্মানিতে যাচ্ছেন।

চার্লসের আগমনের প্রতীক্ষায় বার্লিনের কেন্দ্রস্থলে ব্র্যান্ডেনবার্গ গেটের দিকে যাওয়ার পথে আন্টার ডেন লিন্ডেন অ্যাভিনিউজুড়ে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা উত্তোলন করা হয়েছে।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার এবং জার্মান ফার্স্ট লেডি এলকে বুয়েডেনবেন্ডার বিখ্যাত আন্টার ডেন লিন্ডেন অ্যাভিনিউয়ে সামরিক সম্মানে চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলাকে স্বাগত জানাবেন।

তিন দিনের সফরে চার্লস শুক্রবার বন্দর শহর হামবুর্গ যাওয়ার আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) জার্মান পার্লামেন্টে ভাষণ দেবেন। এর মাধ্যমে তিনি হবেন জার্মান পার্লামেন্টে ভাষণ দানকারী প্রথম ব্রিটিশ রাজা।

এ সফরের মাধ্যমে ঘনিষ্ঠ প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্তকে ব্রেক্সিট-পরবর্তী সেতুবন্ধ তৈরির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। স্টাইনমায়ার এ সফরকে ‘ইউরোপের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি’ বলে অভিহিত করেছেন।

স্টাইনমায়ার বলেছেন, ‘এ সফর আমাদের দেশ এবং নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ এবং আন্তরিক বন্ধুত্বের ওপর জোর দেবে।’

জার্মান জনসাধারণ বুধবার ব্র্যান্ডেনবার্গ গেটে রাজকীয় দম্পতিকে দেখার সুযোগ পাবে। যদিও মাত্র ১ হাজার ৫০০ দর্শকের জন্য জায়গা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের তাড়াতাড়ি উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চার্লসের ছেলে প্রিন্স হ্যারির আত্মজীবনীটির বেস্ট সেলার স্ট্যাটাস উল্লেখ করে ডার্মস্ট্যাড টেকনিক্যাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক মাইকেল হার্টম্যান বলেছেন, ‘জার্মানিতে ব্রিটিশ রাজ পরিবার অনেক আগ্রহের বিষয়।’

হার্টম্যান এএফপিকে বলেছেন, গত বছর দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে হাউস অব উইন্ডসরের প্রতি মুগ্ধতা কমেনি।

প্রয়াত রানী ১৯৬৫ সালে প্রথম বার্লিন সফর করেন, যখন শহরটি পুঁজিবাদী পশ্চিম এবং কমিউনিস্ট প্রাচ্যের মধ্যে বিভক্ত ছিল। রানীর ওই সফরকে যুদ্ধোত্তর পুনর্মিলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

বুধবারের স্বাগত অনুষ্ঠানের পর চার্লস এবং তার পত্নী ক্যামিলা স্টাইনমায়ারের বেলভিউ প্রাসাদে সন্ধ্যায় এক রাষ্ট্রীয় ভোজ অনুষ্ঠানে যোগ দেবেন।

বৃহস্পতিবার চার্লস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে কথা বলবেন এবং সম্প্রতি ইউক্রেন থেকে আসা শরণার্থীদের সঙ্গে দেখা করবেন।

স্টাইনমায়ার এবং রাজকীয় দম্পতি তার পরে একটি ব্রিটিশ-জার্মান সামরিক ইউনিটের পাশাপাশি ব্রান্ডেনবার্গের পাশের রাজ্যে একটি অর্গানিক খামার পরিদর্শন করবেন।

শুক্রবার হামবুর্গে রাজা একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পরিদর্শনের পাশাপাশি জার্মান জনসাধারণের সঙ্গে আরেকবার দেখা করবেন।

বার্লিনে ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, চার্লস ইতোমধ্যে ৪০বার জার্মানি সফর করেছেন। তবে রাজা হিসেবে এটাই তার প্রথম জার্মানি সফর।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা