× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মহড়া শুরু করেছে রাশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১১:৪৮ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১১:৫৭ এএম

২০১৬ সালের বিজয় দিবসের কুচকাওয়াজের সময় একটি রাশিয়ান ইয়ারস আরএস-২৪ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ছবি : সংগৃহীত

২০১৬ সালের বিজয় দিবসের কুচকাওয়াজের সময় একটি রাশিয়ান ইয়ারস আরএস-২৪ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ছবি : সংগৃহীত

কয়েক হাজার সেনাসহ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ইয়ারসের মহড়া শুরু করেছে রাশিয়া

ওই মহড়াকে মস্কোর পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২৯ মার্চ) টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিন হাজারেরও বেশি সেনা এবং প্রায় ৩০০ প্রকারের যুদ্ধ সরঞ্জামসহ ওই মহড়া চলছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়ারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে মস্কোর ‘অজেয় অস্ত্র’ এবং পারমাণবিক অস্ত্রাগারের মূল ভিত্তি হিসেবে তৈরি করতে চান।

ওই মহড়া রাশিয়ার তিনটি কৌশল অঞ্চলে পরিচালিত হবে বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ওই মহড়ায় কৌশলগত ক্ষেপণাস্ত্র ইউনিটের সেনারা অ্যারোস্পেস ফোর্স এবং অন্যান্য ইউনিটগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শত্রুর আক্রমণ প্রতিহত করার অনুশীলন করবে।’

ইয়ারস ক্ষেপণাস্ত্রের কয়েকটি কৌশলগত এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। এটি ১২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া নিজে থেকে বা চীন বা দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য দেশের সঙ্গে অসংখ্য সামরিক মহড়া চালিয়েছে।

এটি রাশিয়া ও ইউক্রেন উভয়ের সীমান্তবর্তী বেলারুশের সঙ্গে সামরিক প্রশিক্ষণও বাড়িয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা