× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৫:১১ পিএম

মারাত্মক দগ্ধ একজনকে হাসপাতালে নিচ্ছেন মেক্সিকোর সেনারা। ছবি : সংগৃহীত

মারাত্মক দগ্ধ একজনকে হাসপাতালে নিচ্ছেন মেক্সিকোর সেনারা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছেই উত্তর মেক্সিকোর একটি অভিবাসী কেন্দ্রে গত সোমবার (২৭ মার্চ) রাতে এক অগ্নিকাণ্ডে অন্তত ১০জনের মৃত্যু হয়েছে। 

অগ্নিকাণ্ডে ওই হতাহতের খবর রয়টার্সকে জানিয়েছে দুটি স্থানীয় সরকার সূত্র। তবে স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীরা মৃতের সংখ্যা ৩৭ জন বলে জানিয়েছেন।

ভিডিওচিত্রে দেখা গেছে, টেক্সাসের এল পাসোর কাছে সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের ভেতরের আহতদের সাহায্য করছেন মেক্সিকোর সেনা ও ফায়ার সার্ভিসকর্মীরা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভিবাসী কেন্দ্রে শুধুমাত্র পুরুষদের কমপ্লেক্সের একটি অংশে গত সোমবার রাতে আগুন লাগে বলে জানা গেছে। কিন্তু আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি।

এদিকে, জো বাইডেন প্রশাসন কর্তৃক প্রবর্তিত একটি নতুন আশ্রয় প্রক্রিয়ায় অনেকেই হতাশ হয়েছেন।

নতুন ওই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আশ্রয়প্রার্থীদের প্রথমে মার্কিন কর্মকর্তাদের সাথে একটি মিটিং বুক করতে হবে। তবে ব্যবহারকারীরা বলছেন যে, তারা জটিলতা এবং উচ্চ চাহিদার কারণে মার্কিন কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে ব্যর্থ হয়েছেন।

আশ্রয়প্রার্থীরা বলেছেন, ওই প্রক্রিয়া সীমান্তে পরিবারগুলোকে বিভক্ত করে দিয়েছে এবং কখন তারা আবার মিলিত হবেন তার কোন ঠিক নেই।

ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, সিবিপি ওয়ান নামক অ্যাপটির আপডেটগুলো প্রক্রিয়াটিকে সহজ এবং দ্রুত করবে৷

সূত্র : স্কাই নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা