× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মঘটে বিপর্যস্ত জার্মানির পরিবহন খাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২০:০৯ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটে নেমেছেন জার্মানির ট্রেড ইউনিয়ন ও পরিবহন খাতের কর্মীরা। ২৭ মার্চ হামবুর্গে। ছবি : সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘটে নেমেছেন জার্মানির ট্রেড ইউনিয়ন ও পরিবহন খাতের কর্মীরা। ২৭ মার্চ হামবুর্গে। ছবি : সংগৃহীত

জার্মানির বিভিন্ন ট্রেড ইউনিয়ন, উড়োজাহাজ, রেলওয়ে ও বাস সংগঠনের কর্মীরা মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছেন। সোমবারের ধর্মঘটে মিউনিখ ও ফ্রাঙ্কফুট বিমানবন্দর ফ্লাইট বাতিল করেছে, যা বেশ দুর্লভ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে কড়া ধর্মঘটে জার্মানির পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। 

ধর্মঘট সফল করতে সোমবার (২৭ মার্চ) সকাল থেকে নানা ট্রেড ইউনিয়ন ও পরিবহন খাতের লাখ লাখ কর্মী জার্মানির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। লাল ও হলুদ উজ্জ্বল রঙের জ্যাকেট গায়ে দিয়ে হ্যান্ডমাইক, সাইরেন, ডাক-ঢোল নিয়ে তারা রাস্তায় রাস্তায় র‌্যালি করেন। 

রয়টার্স জানায়, ধর্মঘট ডেকেছে দুটি সংগঠন। এর মধ্যে ভেরদি ট্রেড ইউনিয়নের সদস্য সংখ্যা ২৫ লাখের বেশি। আর রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির সদস্য সংখ্যা ২ লাখ ৩০ হাজারের মতো। উভয়ে সরকারি নানা খাতের কর্মীদের প্রতিনিধিত্ব করে। 

জার্মানির উড়োজাহাজ সংস্থা এডিভি জানায়, ফ্লাইট বাতিল করায় অন্তত ৩ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু ফ্রাঙ্কফুট বিমানবন্দরে ১২ হাজার ফ্লাইট বাতিল করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার যাত্রী। 

এদিকে সব ধরনের যাত্রীবাহী রেল যোগাযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডয়েচে বান। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জার্মানিতে রুশ গ্যাস সরবরাহ কমেছে। বর্তমানে তা শূন্যের কোঠায় নেমে এসেছে। অথচ ইউরোপের বৃহত্তম অর্থনীতিটা বড় ধরনের রুশ গ্যাসনির্ভর। এ অবস্থায় দেশটির জ্বালানির দাম বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, যা জীবনের উল্লেখযোগ্য সবক্ষেত্রে প্রভাব ফেলেছে। বেড়েছে নিত্যপণ্যের দাম, জীবন-যাপনের ব্যয়। গত ফেব্রুয়ারিতে জার্মানির মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩ শতাংশ। 

এ অবস্থায় সদস্যদের মাসিক মজুরি ১০ দশমিক ৫ শতাংশ বা ৫৩৮ ইউরো বাড়ানোর দাবি জানিয়েছে ভেরদি। আর মজুরি ১২ শতাংশ বা ৬৫০ ইউরো বাড়ানোর দাবি করছে ইভিজি। 

পরিবহন খাত ও অন্য কর্মীদের মজুরি বাড়ানো হলে আর্থিক নীতি বাস্তবায়নে সংকটে পড়বেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ সরকার। অন্যদিকে শলৎজের জোট সরকারের শরিকদের মধ্যে কর্মীদের মজুরি বাড়ানো নিয়ে ইতোমধ্যে বিভক্তি দেখা দিয়েছে। 

ব্যবসায়ীবান্ধব এফডিপির অর্থমন্ত্রী ক্রিস্টিনা লিন্ডনার বাজেট ঘাটতি কমানোর পক্ষে মত দিয়েছে। এতে কর্মীদের মজুরি না বাড়ানোর পরোক্ষ ইঙ্গিত রয়েছে। 

সোমবার সরকারের এক মুখপাত্র মজুরি বৃদ্ধির ধর্মঘটকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছেন। তবে চলতি সপ্তাহের মধ্যেই মজুরি নিয়ে একটা সমঝোতা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার। 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা